তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনায় ময়মনসিংহের ফুলপুর উপজেলা শাখার আয়োজনে আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ, গণহত্যাকারীদের গ্রেফতার ও ছাত্র জনতার উপর হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি গণঅধিকার পরিষদ ফুলপুর উপজেলার সাধারণ সম্পাদক সোহাগ হাসান রানা, ও সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসাইনের নেতৃত্বে ২ মে শুক্রবার দুপুর ৩টায় অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর দুইটা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বাসস্ট্যান এসে জড়ো হয়। পরে একত্রিত হয়ে বিভিন্ন স্লোগানে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে গোল চত্ত্বার এসে শেষ হয়। পরে প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ ময়মনসিংহ জেলার সভাপতি মোশারফ হোসেন, ফুলপুর উপজেলার সভাপতি জিহাদ হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য নাজমুল হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply