বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, ধর্মের নামে কোনো ভেদাভেদ চাই না।
শুক্রবার (০২ মে) বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সমরাজি মন্দিরে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।তিনি বলেন, দেশে যার যার ধর্ম পালন করবে। কোনো বৈষম্য কিংবা ভেদাভেদ থাকা উচিত নয়।
রহমাতুল্লাহ বলেন, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না। বিভেদ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণেই কাজ করে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘু পরিবারগুলো নিরাপদে থাকে এবং তাদের সার্বিক উন্নয়নে কাজ করা হয়। আগামীতে ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীদের জীবনমান উন্নয়নে পাশে থাকবে বিএনপি।
Leave a Reply