প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৬:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৫, ৭:২৫ পি.এম
ফুটবলের দুই কিশোর কিংবদন্তি—তুলনায় পিছিয়ে মেসি-রোনালদোরাও!
দুজনেরই জন্ম ২০০৭ সালে। একজন বার্সেলোনার প্রাণভোমরা লামিনে ইয়ামাল, অন্যজন রিভার প্লেটের উদীয়মান নক্ষত্র ফ্রাঙ্কো মাস্তানতুনো।
১৭ বছর বয়সেই বিশ্বের শীর্ষ ক্লাবগুলোর গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন তারা। এই বয়সে তাদের পারফরম্যান্স পেছনে ফেলে দিয়েছে গত দুই দশকের বহু তারকা ফুটবলারকে।
ইয়ামালের উত্থান: রেকর্ড আর শিরোপার হাতছানি
২০২৩ সালের ২৯ এপ্রিল মাত্র ১৫ বছর বয়সে রিয়াল বেতিসের বিপক্ষে বার্সেলোনার হয়ে আত্মপ্রকাশ করেন ইয়ামাল। ওই মৌসুমেই দল লা লিগা জিতে, তার শিরোপা জয়ের যাত্রা শুরু। পরের মৌসুমে মূল দলে নিয়মিত হন তিনি। সেপ্টেম্বরে ডাক পান স্পেন জাতীয় দলে।
প্রকাশক: ডিএম মাইনউদ্দিন আহাম্মেদ সম্পাদক এডভোকেট সেলিনা সুলতানা শিউলি বার্তা সম্পাদক মোঃ সালাহ্ উদ্দিন মোল্লা ঠিকানা: মেজবাহ উদ্দিন প্লাজা (লিফট্ ৯ সি) ৯১ নিউ সার্কুলার রোড ঢাকা