প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৬:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৫, ৭:১৫ পি.এম
বেঙ্গালুরুতে রাস্তায় পড়েছিল নাইজেরিয়ান নারীর লাশ, পুলিশ বলছে হত্যাকাণ্ড
ভারতের বেঙ্গালুরুতে একটি নির্জন স্থানে পড়েছিল ৩০ বছর বয়সী এক বিদেশি নারীর মৃতদেহ। গত বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে পথচারীরা বেত্তাহালাসুর মেইন রোডের টেলিকম লেআউটের কাছে ওই নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন, তাৎক্ষণিকভাবে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে খবর দেন তারা।
ঘটনাস্থল থেকে পাওয়া নথিপত্রের ভিত্তিতে পুলিশ এসে মরদেহ শনাক্ত করে। মৃত বিদেশি নারী নাইজেরিয়ান নাগরিক। তার নাম লোয়েথ। নাইজেরিয়ার ক্রস রিভার (ওয়োনো) থেকে ভারতে এসেছিলেন তিনি। তবে এর বেশি তথ্য জোগাড় করতে পারেনি পুলিশ।
প্রকাশক: ডিএম মাইনউদ্দিন আহাম্মেদ সম্পাদক এডভোকেট সেলিনা সুলতানা শিউলি বার্তা সম্পাদক মোঃ সালাহ্ উদ্দিন মোল্লা ঠিকানা: মেজবাহ উদ্দিন প্লাজা (লিফট্ ৯ সি) ৯১ নিউ সার্কুলার রোড ঢাকা