প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৬:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৫, ৭:২১ পি.এম
ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কার খবর উড়িয়ে দিল বিসিবি
আগামী আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত অনিশ্চয়তার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সফরটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন শনিবার সংবাদমাধ্যমকে বলেন, “ভারতীয় দল সফরে নাও আসতে পারে—এমন কোনো আভাস বা ইঙ্গিত আমরা পাইনি। দুই দেশের বোর্ডের সম্পর্ক চমৎকার ও অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। আমাদের বিশ্বাস, সফরটি ভালোভাবেই সম্পন্ন হবে। ”
প্রকাশক: ডিএম মাইনউদ্দিন আহাম্মেদ সম্পাদক এডভোকেট সেলিনা সুলতানা শিউলি বার্তা সম্পাদক মোঃ সালাহ্ উদ্দিন মোল্লা ঠিকানা: মেজবাহ উদ্দিন প্লাজা (লিফট্ ৯ সি) ৯১ নিউ সার্কুলার রোড ঢাকা