আমাদের রাজনীতি ও সমাজব্যবস্থায় নৈতিকতার চর্চা কমে গেছে। রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে জনসেবার মনোভাব ফিরিয়ে আনতে হবে।
শুক্রবার (২ মে) রাজধানীর কোনাপাড়া, ডেমরা, স্টাফ কোয়ার্টার এলাকায় বসবাসরত পিরোজপুরবাসীর সৌজন্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জননেতা মাসুদ সাঈদী ।
তিনি বলেন, একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য মৌলিক কিছু সংস্কার প্রয়োজন, যা এখন সময়ের দাবি। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং সামাজিক মূল্যবোধকে পুনর্জাগরণ করাই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত।
Leave a Reply