দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক, জেসিএক্স গ্রুপের কর্ণধার ইকবাল হোসেন চৌধুরী জুয়েল বলেছেন, দেশের ব্যবসাবাণিজ্য চরম সংকটকাল অতিক্রম করছে। উৎপাদন ব্যাহত হচ্ছে, বিনিয়োগ থমকে গেছে।
অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। অনেক মানুষ বেকার হয়েছে। অনেক শ্রমিক কষ্টে আছে। সরকার একদিকে বিদেশি বিনিয়োগে মনোযোগ দিচ্ছে, অন্যদিকে দেশের উদ্যোক্তাদের সংকট নিয়ে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতে অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্য বড় ধরনের চাপে পড়েছে। এ অবস্থায় শিল্প বাঁচাতে ও শ্রমিকের স্বার্থে ব্যবসায়ীদের পাশে থাকার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
Leave a Reply