মোঃ জাহেদুল ইসলাম রতন লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামের ধবলসুতি সীমান্তে আটক হওয়া দুই বাংলাদেশিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে আটকের ১০ ঘন্টা পর ফেরত দিয়েছে। শুক্রবার (২ মে) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে বুড়িমারী স্থলবন্দর দিয়ে তাদেরকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়। আটক হওয়া দুই জন হলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর গ্রামের মাহফুজ ইসলাম ইমন (১৬) ও বগুড়া জেলার সাজেদুল ইসলাম (২২)। এরা দুইজন মামা ভাগনা। ইমন এবারে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এরআগে শুক্রবার বিকালে ধবলসূতি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৮২৫/১-এস সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ ও ভিডিও ধারণের অভিযোগে বিএসএফ তাদের আটক করে। ঘটনার খবর পেয়ে বিজিবির তিস্তা ব্যাটালিয়নের সদস্যরা বিএসএফের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেন। রংপুর সেক্টর কমান্ডারের মাধ্যমে বিএসএফের জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের সঙ্গে আলোচনা হলে দুই বাংলাদেশিকে ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়। পতাকা বৈঠক শেষে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে মুচলেকার ভিত্তিতে অভিভাবকদের কাছে ওই দুই যুবককে হস্তান্তর করা হয়। এরা বাড়ির পাশে সীমান্তের চা বাগানে সেল্ফি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়। মামাকে ভাগিনা সীমান্ত দেখাতে গিয়ে এই ঘটনা ঘটে।
Leave a Reply