শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি: বাগেরহাটে বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি জনাব মাহমুদুল হক। সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা ও দায়রা জজ জনাব আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোজিনা আক্তার ও জাকির হোসেন খান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক, জেলা লিগ্যাল এইড অফিসার ইব্রাহিম খলিল মুহিমসহ জেলার বিভিন্ন পর্যায়ের বিচারক ও আইনজীবীরা। প্রধান অতিথি বিচারপতি মাহমুদুল হক তাঁর বক্তব্যে চলমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সভা শুরুর আগে তিনি বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ১,০০০ বর্গফুটের ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন, যেখানে বিশ্রামাগার, টিফিন গ্রহণ, কম্পিউটার কম্পোজ, ফটোকপিয়ার, মাতৃদুগ্ধ কক্ষ ও শৌচাগারের ব্যবস্থা রয়েছে।
Leave a Reply