এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনে আবারও বেড়েছে বনদস্যুদের তৎপরতা। আত্মসমর্পণ প্রক্রিয়ায় সাময়িক শান্তি ফিরে এলেও নতুন করে দস্যু আতঙ্ক ঘনিয়ে এসেছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকাল ৫টার দিকে কোস্টগার্ড বাগেরহাটেরমোংলা বেইসের একটি দল শিবসা নদীর তীরবর্তী আদাছগি এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে সুন্দরবনের কুখ্যাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগী মো. সাদ্দাম খান (২০) ও আব্বাস মোল্লা (৪০) কে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জামসহ আটক করা হয়।কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে উদ্ধার করা হয়েছে: ২টি একনলা বন্দুক ১টি শর্ট গান, ১টি খেলনা বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জাম, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ২০৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৯টি দেশীয় অস্ত্র, ৪টি কুড়াল, ৭টি করাত, ১০টি রড, ৫টি হাতুড়ি, ১টি সোলার প্যানেল, ২৮টি মোবাইল ফোন, ১১টি ওয়াকি-টকি চার্জার, ২টি কাঠের নৌকা, আটক দুইজনই বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি এবং অস্ত্র ও রসদ সরবরাহে ভূমিকা রাখছিল। কোস্ট গার্ড পশ্চিম জোনের চীফ স্টাফ অফিসার কমান্ডার সঞ্জীব কুমার দে বলেন, কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানের ফলে উপকূলীয় অঞ্চলের জেলেরা এখন অনেক বেশি নিরাপদ বোধ করছেন। সুন্দরবনে দস্যুবিহীন পরিবেশ নিশ্চিত করতে কোস্ট গার্ড নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান পরিচালনা করছে, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমানভাবে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যু-ডাকাতমুক্ত রাখতে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Leave a Reply