1. admin@pressbd.online : admin :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বিপন্ন রয়েল বেঙ্গল টাইগার: ২০৭৫ সালের মধ্যে হারিয়ে যাওয়ার শঙ্কা ফুলপুরে মিথ্যা হয়রানি মূলক মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন শার্শায় অবৈধ বালু ও মাটি উত্তোলনে অভিযোগে জরিমানাসহ একজনের কারাদন্ড শ্রীপুরে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে আহত ৫, ২০ বাড়ি ভাঙচুর-লুটপাট পটিয়ায় উচ্ছেদ আতংকে দোকানদার হয়রানি অভিযোগে আদালতে মামলা  আওয়ামী লীগ নেত্রী ইসমত আরা হ্যাপি গ্রেফতার ইজিবাইক চালকদের প্রশিক্ষণের মাধ্যমে যানজটমুক্ত নগরী গড়তে কেএমপি’র অনন্য উদ্যোগ প্রশাসনের জব্দকৃত বালি প্রকাশ্যে ১৭ লক্ষ ২৫ হাজার টাকা নিলামে বিক্রি সভাপতি সোহেল, সম্পাদক রাসেল  তরুণদল দক্ষিণ জেলার  পুর্নাঙ্গ কমিটি অনুমোদন  দুর্গাপুরে জোর পূর্বক জমি দখল করে দেওয়াল তোলার চেষ্টা

মতলব উত্তরে সরকারি সোলার লাইট প্রকল্পে বিপর্যয় : দুই শতাধিক লাইট অকেজো, জনদুর্ভোগ চরমে

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১২ বার শেয়ার হয়েছে

সফিকুল ইসলাম রানা: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় সরকারি অর্থায়নে স্থাপিত সোলার স্ট্রিট লাইটগুলোর অধিকাংশই বর্তমানে অকেজো হয়ে পড়ে আছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ সড়কসংলগ্ন এলাকায় স্থাপিত এসব সোলার লাইটের প্রায় ২০০টিরও বেশি এখন আর আলো দেয় না। দিনের পর দিন পড়ে থাকা এই অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।সরেজমিনে উপজেলার ছেংগারচর বাজার, হানিরপাড়, ইসলামাবাদ, আবুরকান্দি, বাবুবাজার, কলাকান্দা, টরকী, লক্ষীপুর, দুর্গাপুর, কালির বাজার, সাদুল্লাপুর, ফরাজীকান্দি গ্রাম সহ ১৪ ইউনিয়ন ও ১টি পৌরসভার কয়েকটি এলাকায় গিয়ে দেখা যায়, অধিকাংশ সোলার প্যানেলে ধুলো জমে আছে, অনেক জায়গায় ব্যাটারি চুরি হয়েছে বা খোলার ঢাকনাগুলো ভাঙা, লাইটের পোস্ট হেলে পড়েছে এবং খুঁটিসহ ভেঙে পড়ে আছে। কলাকান্দা ইউনিয়নের বাসিন্দা সফিকুল ইসলাম বলেন, “প্রথমে সরকার ভালো উদ্যোগ নিয়েছে ভেবে খুশি হয়েছিলাম। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই লাইটগুলো কাজ করা বন্ধ করে দেয়। এখন রাস্তাগুলো আবার অন্ধকার, চুরি-ছিনতাইয়ের ভয় বাড়ছে।”একই অভিযোগ করেন নতুন বাজারের ব্যবসায়ী রনি সিকদার, “লাইট বসানোর পর কেউ আর খবর নেয় না। অনেক প্যানেল এখনো সূর্যের দিকে ঘোরানোই না। এটা টাকা নষ্ট ছাড়া কিছু না।”ছেংগারচর বাজারের ব্যবসায়ী নাজিমুদ্দিন বলেন, মতলব উত্তর থানা ভবনের সামনের রাস্তার খালে একটি সোলার লাইট ভেঙ্গে পড়ে আছে দীর্ঘদিন যাবত। দেখার কেউই নাই। মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু বলেন, “ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে লোক দেখানো প্রকল্প চালিয়েছিল। এসব সোলার লাইট প্রকল্পের পেছনে কোটি কোটি টাকা খরচ করে জনগণের টাকায় লুটপাট করে নিয়ে গেছে। নিম্নমানের মালামাল দিয়ে কাজ করার কারনে লাইটগুলোর এ অবস্থা। এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার।”উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সেলিম খান বলেন, “২০২০-২১ অর্থবছর থেকে প্রকল্পটি বন্ধ রয়েছে। আর যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে লাইটগুলো স্থাপন করা হয়েছিল, তাদের চুক্তির মেয়াদ তিন বছর শেষ হয়ে গেছে। এখন এগুলো পুনরায় মেরামতের জন্য তালিকা তৈরি করে জেলা পর্যায়ে আবেদন পাঠিয়েছি। বরাদ্দ পাওয়াসাপেক্ষে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।”উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, “আমি নতুন দায়িত্বে এসেছি, এবং বিষয়টি সম্পর্কে ইতোমধ্যে অবগত হয়েছি। আমাদের মাঠপর্যায়ের টিম সোলার লাইটগুলোর অবস্থা পর্যালোচনা করছে। দ্রুত সংস্কার বা প্রতিস্থাপনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আমরা চাই জনগণ প্রকৃত উপকার পাবে, সেজন্য স্বচ্ছতা ও কার্যকারিতা দুটোই নিশ্চিত করা হবে।”স্থানীয়দের দাবি, দ্রুত এসব লাইট সংস্কার না করলে রাতে চলাচলে ঝুঁকি বাড়বে। পাশাপাশি তারা চান, ভবিষ্যতে প্রকল্প গ্রহণের সময় মান নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি