জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জেলার স্থিতিশীল শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন পাহাড়ী-বাঙালিদের সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির ও চিকিৎসা সেবা ঔষধ বিতরন করেছে গুইমারা রিজিয়ন। বুধবার (৭ মে) সকালের দিকে শহীদ লে: মুশকিল উচ্চ বিদ্যালয় মাঠে গুইমারা রিজিয়ন ও চট্টগ্রামের লায়ন চক্ষু হাসপাতালের যৌথ আয়োজনে এ চক্ষু শিবির ও চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি।এতে গুইমারা রিজিয়নের আওতাধীন বিভিন্ন এলাকার ৫ শতাধিক পাহাড়ি বাঙালীর মাঝে বিনামূল্যে চক্ষু ও সাধারণ চিকিৎসা সেবা ১০০ জন গুরুতর চক্ষু রোগীকে ক্যাটারাক্ট সার্জারী এর আওতায় আনা হয়।বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। স্পেশালিস্ট ডা. সাইফুল ইসলাম রিয়াদ ডা. শোভা চক্রবর্তী, ২৪ আর্টিলারি ব্রিগেড এর স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন।গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, বলেন,পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে গুইমারা রিজিয়নে সেনাবাহিনী নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এধারা অব্যাহত।
Leave a Reply