মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঘাসিয়ারা গ্রামের মেয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রলীগ নেত্রী এবং মাগুরা -১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ইসমত আরা হ্যাপিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ইসমত আরা হ্যাপিকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে তিনি এবং তার অনুসারিরা জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
Leave a Reply