1. admin@pressbd.online : admin :
শনিবার, ১০ মে ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় স্ত্রীর মামলায় গ্রেফতারী পরোয়ানার খবর পেয়ে স্ত্রীকে প্রান নাশের হুমকি টোব্যাকো কোম্পানির অফিস ডাকাতি; কয়েক কোটি টাকা লুটের আশঙ্কা মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় এ সরকার- পার্বত্য উপদেষ্টা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে উপকূলে চিত্রা হরিণের ৪২ কেজি মাংস জব্দ, ৪ চোরা শিকারী পলাতক শার্শার গোড়পাড়া জেনারেল হাসপাতালে শুভ উদ্বোধন চিকিৎসা শেষে বেগম খালেদা  জিয়া দেশে ফেরায় কচুয়াই  ইউনিয়ন বিএনপি’র সন্তোষ সমলয় পদ্ধতিতে চাষের ফলে দিঘলিয়ায় বোরো ধানের বাম্পার ফলন অভিভাবকরা উদ্বিগ্ন,ঈদগাঁওতে মাদ্রাসা শিক্ষার্থী চার মাসেও বই পায়নি দক্ষিণডিহিতে রবীন্দ্র-জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রূপসায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

শার্শার গোড়পাড়া জেনারেল হাসপাতালে শুভ উদ্বোধন

  • প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৯ বার শেয়ার হয়েছে

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি: আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গোড়পাড়া জেনারেল হাসপাতালে নামে একটি অত্যাধুনিক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ মে ) সকাল ১১ টার সময় উপজেলা গোড়পাড়া ইউনিয়নের গোড়পাড়া বাজারে অবস্থিত প্রফেসার মার্কেটে এ চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল মান্নানের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষনা করেন ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ আব্দুল খালেক। হাসপাতাল পরিচালক মফিজুর বলেন, সাধারণ মানুষের চিকিৎসা দেওয়াই আমার এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। বিশিষ্ট ডাক্তার দ্বারা রোগীদের সেবা দেওয়া হবে। আধুনিক সব যন্ত্রপাতি যুক্ত করা হবে এই হাসপাতালে। রোগীদের সেবায় ২৪ ঘন্টা চালু থাকবে এই হাসপাতাল। পাশাপাশি কোন অনিয়ম থাকবে না তিনি জানান। ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান বলেন,দক্ষিণ শার্শার মানুষ সঠিক সেবা থেকে দীর্ঘদিন যাবত বঞ্চিত। সেই সেবার চিন্তা করে আমরা এই প্রতিষ্ঠানটি দাড় করিয়েছি।গোড়পাড়া জেনারেল হাসপাতালটি কম মূল্যে এই এলাকা বাসির স্বাস্থ্য সেবা দিয়ে মানুষের মন জয় করবে।এছাড়া আধুনিকায়ন ও মানসম্পন্ন সেবা প্রদানের জন্য এই হাসপাতালটির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে তিনি জানান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন। এ সময় এস এন গাতিপাড়া ডি এস দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক লুৎফর রহমান, প্রতিষ্ঠাতা ও সহকারী অধ্যাপক ধান্যখোলা ফাজিল মাদ্রাসার মাওলানা মিনানুর রহমান, এস এন গাতিপাড়া ডি এস দাখিল মাদ্রাসার শিক্ষক সামসুর রহমান, কন্দপপুর সরকারি প্রথ‍মিক বিদ‍্যালয় প্রধান শিক্ষক রফিকুল আলমসহ প্রতিষ্ঠানের পরিচালক,ডাক্তার, নার্স ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন উপস্থিত অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি