1. admin@pressbd.online : admin :
শনিবার, ১০ মে ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় স্ত্রীর মামলায় গ্রেফতারী পরোয়ানার খবর পেয়ে স্ত্রীকে প্রান নাশের হুমকি টোব্যাকো কোম্পানির অফিস ডাকাতি; কয়েক কোটি টাকা লুটের আশঙ্কা মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় এ সরকার- পার্বত্য উপদেষ্টা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে উপকূলে চিত্রা হরিণের ৪২ কেজি মাংস জব্দ, ৪ চোরা শিকারী পলাতক শার্শার গোড়পাড়া জেনারেল হাসপাতালে শুভ উদ্বোধন চিকিৎসা শেষে বেগম খালেদা  জিয়া দেশে ফেরায় কচুয়াই  ইউনিয়ন বিএনপি’র সন্তোষ সমলয় পদ্ধতিতে চাষের ফলে দিঘলিয়ায় বোরো ধানের বাম্পার ফলন অভিভাবকরা উদ্বিগ্ন,ঈদগাঁওতে মাদ্রাসা শিক্ষার্থী চার মাসেও বই পায়নি দক্ষিণডিহিতে রবীন্দ্র-জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রূপসায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

সমলয় পদ্ধতিতে চাষের ফলে দিঘলিয়ায় বোরো ধানের বাম্পার ফলন

  • প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৫ বার শেয়ার হয়েছে

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ– প্রচলিত রীতিতে বীজতলা তৈরি না করে জমি ও সময় অপচয়রোধে কৃষি যান্ত্রিকীকরণের যুগোপযোগী ব্যবস্থাপনা হচ্ছে “সমলয়” চাষ পদ্ধতি। স্বল্প জমিতে প্লাস্টিকের ফ্রেমে বা ট্রে-তে লাগানো হয় ধানের বীজ। একই সময় নির্দিষ্ট জমিতে একই ধান মিলে মিশে চাষ করার নাম সমলয় পদ্ধতি। সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষ করে খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতি গ্রামের কৃষকরা এবার পেয়েছেন বাম্পার ফলন। এ বছর দিঘলিয়ার ব্রহ্মগাতী দাসপাড়া মাঠে ৭০ জন কৃষকের ৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে বোরো মৌসুমে ব্রি-১০০ জাতের ধান চাষ করা হয়। এ বিষয়ে পূর্বেই কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা কৃষি দপ্তরের মাধ্যমে ৭০ জন কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ করা হয়। একই সাথে ধানের বীজ তলায় আধুনিক বিশেষ অটোমেটিক কৃষি যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ট্রে-তে বীজ বপন করা হয়। পরিণত বয়সের চারা সরকারিভাবে উপজেলা কৃষি দপ্তরের মাধ্যমে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের সাহায্যে রোপন করা হয়। প্রচলিত পদ্ধতিতে বীজতলা তৈরি ও চারা রোপণ না করে প্লাস্টিকের ট্রে-তে আধুনিক যন্ত্রের সাহায্যে লাগানো হয়েছে ধানের বীজ। এতে ২০ থেকে ২৫ দিনের মধ্যে চারা মাঠে লাগানোর উপযোগী হয়েছে। কৃষিকে আধুনিক ও লাভজনক করতে টেকসই যান্ত্রিকীকরণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার; যার একটি হচ্ছে সমবায়ভিত্তিক সমলয় চাষাবাদ পদ্ধতি। যেখানে একটি মাঠে বা মাঠের একটি অংশের কৃষক সবাই মিলে একসঙ্গে একই জাতের ধান একই সময়ে যন্ত্রের মাধ্যমে রোপণ করেছেন। এ পদ্ধতিতে বীজতলা থেকে চারা তোলা, চারা রোপণ ও ধান কাটা সব প্রক্রিয়া যন্ত্রের সাহায্যে সম্পাদন করা হয়েছে। এর ফলে অন্যান্য বছরের তুলনায় এবার ফলনও হয়েছে অনেক বেশি। জমিতে ধান লাগানো থেকে শুরু করে ধান পাকা এবং তা ঘরে তোলা পর্যন্ত কৃষকরা ছিলেন এই সমলয়ের ক্ষেতে অতি যত্নশীল এবং তৎপর। জমির পরিচর্যা করা এবং সময়মতো পানি দেয়া হয়েছে এই সমলয়ের ধান ক্ষেতে।যার ফলে দিঘলিয়া উপজেলায় বোরো মৌসুমে সমলয় পদ্ধতিতে ধান উৎপাদন হয়েছে প্রতি হেক্টরে ৭.৩৭মেট্রিক টন। ধান কাটার ক্ষেত্রেও কম্বাইন্ড হারভেস্টার মেশিনসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সমলয়ের কৃষকদের এ ধরনের সেবা প্রদান করা হয়েছে। গত ২০ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে এ ধান কাটার শুভ উদ্বোধন করেন কৃষি দপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ কামাল হোসেন, মোঃ আনোয়ারুজ্জামান, মোঃ মনির হোসেন প্রমুখ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ এ প্রতিবেদককে বলেন, আগামীতে দিঘলিয়ার কৃষকদের সমলয় পদ্ধতিতে ধান চাষের ব্যাপারে কৃষকদের আরো বেশি উদ্বুদ্ধ করা হবে। কারণ এ পদ্ধতিতে বোরো ধান চাষে কম পরিশ্রমে কম খরচে উৎপাদন বেশী পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি