সফিকুল ইসলাম রানা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৩০০টি নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং চাই) জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করেছে স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ড। সোমবার (১২ মে) সকাল ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার মেঘনা নদীর মারা পদ্মা, নাছিরাকান্দি ও দশানী এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেন উপজেলা মৎস্য বিভাগ ও মোহনপুর কোস্টগার্ড আউটপোস্টের সদস্যরা। এ সময় উদ্ধারকৃত সব জাল মেঘনা নদীর পাড়ে আগুন দিয়ে ধ্বংস করা হয়।অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। তিনি জানান, “চায়না দুয়ারী একটি নিষিদ্ধ জাল, যা মাছের প্রাকৃতিক বংশ বিস্তারে মারাত্মক বাধা সৃষ্টি করে। এসব জালের মাধ্যমে নদীর সব ধরনের ছোট মাছসহ ডিমও ধ্বংস হয়ে যায়। তাই পরিবেশ ও মাছের উৎপাদন রক্ষায় নিয়মিতভাবে আমরা অভিযান পরিচালনা করছি।”মোহনপুর কোস্টগার্ড আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার আব্দুস সামাদ বলেন, “নদী ও পরিবেশ সুরক্ষায় আমরা সবসময় মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করি। জনসচেতনতা বাড়ানো এবং অবৈধ মৎস্য শিকার বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইলিশের প্রজনন মৌসুম ও সংরক্ষণ এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply