1. admin@pressbd.online : admin :
সোমবার, ১২ মে ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে যারা আলোচনায় খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে মোরেলগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  বিশ্ব ঐতিহ্য সম্ভাবনায় উপকূলে সুন্দরবনের প্রায় ৭০০ কোটি টাকার কাঁকড়া রপ্তানি আয় তিন বছরে দ্বিগুণ মোরেলগঞ্জে সেনা সদস্যর বাড়িতে হামলা ভাংচুর আহত ২ আন্তর্জাতিক মা দিবস ও ছোয়াদ এর জন্মদিনে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ  রূপগঞ্জে বেপরোয়া গাড়ি চালকদের অসুস্থ্য প্রতিযোগিতায় দুর্ঘটনা বাড়ছে  চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়াউর  রহমান সমাজ কল্যাণ পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্কর সড়কের ইট উঠে যাওয়ায় চরমদুর্ভোগ মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্করে বৌদ্ধ মন্দিরে বুদ্ধ পুর্ণিমা নানা অনুষ্ঠিত

রূপগঞ্জে বেপরোয়া গাড়ি চালকদের অসুস্থ্য প্রতিযোগিতায় দুর্ঘটনা বাড়ছে 

  • প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৯ বার শেয়ার হয়েছে

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা বাইপাস সড়কসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অভ্যন্তরিণ সড়কে ট্রাকসহ যানবাহনের চালকদের অসুস্থ্য প্রতিযোগিতায় দুর্ঘটনা বাড়ছে। তাতে সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে। ঘটছে প্রাণহানী। আহতরা পঙ্গুত্ব নিয়ে জীবন-যাপন করছে। সরেজমিনে গিয়ে জানা গেছে, ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা, শারীরিক-মানসিক অসুস্থ্যতা, বেতন ও কর্মঘন্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতিতে যানবাহন চলাচল, তরুণ ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জণসাধারনের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং গণপরিবহন খাদে চাঁদাবাজি দুর্ঘটনা ও যানজটের প্রদান কারন। সড়কে স্পিড ব্রেকার ও রোড ডিভাইডার না থাকায়ও দুর্ঘটনা ঘটছে। রাস্তায় চালকদের অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর প্রতিযোগিতায়ও ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা। সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচলেও যানজট সৃষ্টি হচ্ছে। সড়ক দুর্ঘটনা ও বায়ু দূষণ দুই ক্ষেত্রেই ফিটনেসবিহীন গাড়ি দায়ী। ঈদ আসলেই ভাঙ্গাচুড়া, ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় ও পুরনো পরিবহনের মেরামত কাজ চলে। পরিবহনে রং দিয়ে নতুন করে সাজানো হয়। এসব দিয়েই চলছে পরিবহন খাত। চলাচলে অনুপযোগী পরিবহন দুর্ঘটনার ঝুঁকি যেমন বেড়ে যায়, আবার সড়কের মাঝে বিকল হয়ে পড়ায় অসহনীয় যানজটের দুর্বিসহ ভোগান্তিতে পড়ে যাত্রীরা। মেঘলা পরিবহনের হেলপাল রাকিবুল আলম বলেন, যাত্রীরা এখন সৌখিন। রং না করলে বাসে কেউ উঠতে চায় না। তাই রং দিয়ে গাড়ি ঝঁকঝকে করা হয়। নরসিংদীগামী বাসের যাত্রী সাইদুর রহমান বলেন, সাময়িক মুনাফার লোভে ফিটনেসবিহীন যানবাহন মেরামত আর রং লাগিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এ বিষয়ে বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হবে।  ভুলতা গাউছিয়া এলাকার এনজিও কর্মী জয়নাল আবেদীন বলেন, চালকদের সচেতন করে তুলতে হবে। ট্রাফিক আইন মানার প্রবণতা সৃষ্টি করতে হবে। দুর্ঘটনা বন্ধে রাস্তায় অসম ও অসুস্থ্য প্রতিযোগিতা বন্ধ করতে হবে। তবেই দুর্ঘটনা ও প্রাণহানী কমে আসবে। মুড়াপাড়া বানিয়াদী এলাকার কামাল হোসেন বলেন, পঙ্গত্ব নিয়ে কে বাঁচতে চায়। তবুও আজ ভয় হয় রাস্তায় চলতে। সড়কে গাড়ি চালকদের অসুস্থ প্রতিযোগিতায় ঘটছে দুর্ঘটনা। তাতে বেড়েই চলছে প্রাণহানী। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, সড়কে ফিটনেস বিহীন যানবাহন চলাচল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান আছে। অভিযুক্ত গাড়ি চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি