তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ দুর্বৃত্তদের ছুরির আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়া আলম সাম্য(২৫) নিহতের ঘটনায় ১৫ মে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ফুলপুরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ফুলপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদল এর উদ্যোগে কলেজ চত্বরে বিভিন্ন নেতকর্মীরা ও ছাত্ররা উপস্থিত হয়। পরে উক্ত হত্যাকান্ডের ঘটনায় হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে কালো ব্যাচ ধারণ করে বিভিন্ন স্লোগানে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে গোল চত্বর এসে শেষ হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উক্ত কর্মসূচির সভাপতিত্ব করেন ফুলপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান হীরা। কলেজ ছাত্রদলের সদস্য সচিব এ.কে.এম আরিফুল হকের সঞ্চালনায বক্তব্য রাখেন অনেকই। জানা গেছে, রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। সাম্য সিরাগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা ফখরুল আলমের ছেলে।
Leave a Reply