ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ– খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি- বার্ষিক সম্মেলন ১৫ মে বৃহস্পতিবার বিকালে আনন্দমুখর পরিবেশে বারাকপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলন উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মো. সাইফুর রহমান মিন্টু। সন্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মো: ইমরান হোসেনের সভাপতিত্বে এ সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, খুলনা জেলার আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। তিনি তার বক্তব্যে বলেন, প্রবৃদ্ধি অর্জন করে টেকসই উন্নয়নে আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসস্তূপ থেকে ইমাজিন টাইগার এ রূপান্তরিত করেছিল।অন্যদিকে ৫ই আগষ্ট গনঅভ্যুত্থানের পর বিএনপি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করার আহবান জানালেও তা নিয়ে চলছে নানা ষড়যন্ত্র। তিনি বর্তমান বিএনপি নেতাদের উদ্দেশ্যে ত্যাগী পরিশ্রমী এবং ক্লিন ইমেজের দক্ষ সংগঠক তৈরি করারও তাগিদ দেন। এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলাম,এস এম শামীম কবির,গাজী তফসির আহমেদ, কামরুজ্জামান টুকু,অসিত কুমার সাহা,এনামুল হক সজল। দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক,শরীফ মোজাম্মেল হোসেন,মোল্লা বেল্লাল হোসেন, গাজী জাকির হোসেন,মোল্লা নাজমুল হক,মোল্লা মনিরুজ্জামান, খন্দকার ফারুক হোসেন,শেখ আবুল কালাম আজাদ প্রমুখ। সম্মেলন শেষে বারাকপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল শুরু হয়। এ কাউন্সিলে বারাকপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ৫১ জন করে মোট ৪৫৯ জন ভোটার রয়েছে। কাউন্সিলে সভাপতি পদে চেয়ার প্রতীকে নির্বাচন করেছেন গোলাম শেখ, আনারস প্রতীকে মোল্লা শফিউদ্দিন, দোয়াত কলম প্রতীকে শরিফ ইনামুল ইসলাম। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে নির্বাচন করেছেন করিম সরদার, মোরগ প্রতীকে আলম চৌধুরী, তালা প্রতীকে মুকুল মল্লিক। নির্বাচনে সভাপতি পদে ২৭৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোল্লা শফিউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে ৩২৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলম চৌধুরী। দীর্ঘ ১৭ বছর পর উৎসাহ উদ্দীপনার মধ্য নিয়ে মানুষ আবারও দলীয় কাউন্সিলে ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন।
Leave a Reply