নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। বাজারটি দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ বাণিজ্যিক কেন্দ্র। এতে রয়েছে প্রায় তিন সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান। কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো প্রতিনিয়ত উপেক্ষিত হচ্ছে। বাজারের বিভিন্ন অবস্থান থেকে নিরাপত্তা রক্ষীদের প্রত্যাহার করা হয়েছে। ফলে চরম ঝুঁকির মুখে রয়েছে নানা ব্যবসা প্রতিষ্ঠান। ১৩ সদস্য বিশিষ্ট পরিষদের কার্যক্রম মূলত গত ইউনিয়ন পরিষদের নির্বাচনের পর থেকে ঝিমিয়ে পড়ে। উপজেলা নির্বাচনের পর পরিষদ নেতৃবৃন্দের উপর চাপ আরো বৃদ্ধি পেতে থাকে। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বাজারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করলে নিষ্ক্রিয় কমিটির সার্বিক কার্যক্রমে আরো ভাটা পড়ে। এক পর্যায়ে তারা নিজেরাই জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে একাধিকবার বৈঠকে বসে লিঁয়াজো করার চেষ্টা করেন। তার নিকট বাজারের বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্য থেকে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটিও দাখিল করেন। তারা তাকে একটি উপদেষ্টা পরিষদ গঠন করার মতামত দেন। তবে সে কার্যক্রম আর তেমন এগোয়নি। অন্যদিকে আরেকটি গ্রুপ বাজারের আহ্বায়ক কমিটি গঠনকল্পে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার নিকট একটি কমিটি দাখিল করেন। সেটাও আলোর মুখ দেখেনি। দীর্ঘদিন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের নির্বাচন না হওয়ায় নেতৃত্ব প্রত্যাশীদের মধ্যে স্নায়ু চাপ বিরাজ করতে থাকে। সাধারণ ব্যবসায়ীরা সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হতে থাকেন। এখন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দেখার যেন কেউ নেই। আগে পরিষদ কার্যালয়ে বিচার প্রার্থীদের যেভাবে আনাগোনা দেখা যেতো এখন তা পরিলক্ষিত হচ্ছে না। কেবল কর্মরত প্রহরীরাই কাজের ফাঁকে অবসর নিতে ও হিসাব সংরক্ষণ করতে কার্যালয় খুলেন। বাজারের মরিচ বাজার এলাকায় সরকারিভাবে নির্মিত একটি ভবনকে বাজার পরিচালনা পরিষদের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়েছিল। কিন্তু কার্যালয়টি এখন তার আগের জৌলুস হারিয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই পরিষদের কর্মকর্তারা অফিস বিমুখ হতে শুরু করেন। সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টুকে না ডাকলে অফিসে যেতেন না। আর সাধারণ সম্পাদক রাজিবুল হক রিকু আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক টানা পোড়েনের কারণে ঢাকায় ছিলেন। তিনি ঈদগাঁওতে আসলেও তেমন একটা অফিসে বসেননি। সহ-সম্পাদক হাসান তারেক ব্যক্তিগত অসুস্থতার কারণে অফিসে যাওয়া থেকে বিরত থাকতে শুরু করেন। বর্তমানে তিনি নিজস্ব ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত রয়েছেন। দপ্তর সম্পাদক নাসির উদ্দিন দীর্ঘদিন অসুস্থ। এক অপ্রীতিকর ঘটনার পর থেকে বাসায় অবস্থান করে তিনি চিকিৎসা নিচ্ছেন। নির্বাচিত প্রচার সম্পাদক সাকলাইন মোস্তাক এর অনেক আগে থেকেই নানা কারণে বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। বর্তমানে কেবল সক্রিয় রয়েছেন অর্থ সম্পাদক নুরুল আমিন। প্রহরীদের বেতন- ভাতা বাবদ উত্তোলিত টাকা তিনি তাদের মধ্যে বিলি বন্টন করেন বলে জানা গেছে। অফিসের জন্য নিযুক্ত কর্মচারীও বর্তমানে নেই। বাজারের বিভিন্ন সাইড থেকে চারজন নিরাপত্তা প্রহরীকে উঠিয়ে নেয়া হয়েছে। সাধারণ ব্যবসায়ীদের মধ্যে পরিচালনা পরিষদের কার্যক্রমের প্রতি মোটেও সন্তোষ নেই। যার কারণে বিভিন্ন সাইডের ব্যবসায়ীরা প্রহরীর টাকাও দেন না। প্রাপ্ত তথ্য মতে, বাঁশঘাটার ফার্নিচার বিপণন এলাকা, দক্ষিণ পাশের তেলিপাড়া সড়ক এবং পূর্ব পাশের বিমান মৌলভীর ঘাটা এলাকার দোকানদাররা দীর্ঘদিন প্রহরীদের খরচ দেন না। সুদের লেনদেন বিষয়ক বিচার- আচার এবং প্রহরীদের বেতন-ভাতার টাকা উত্তোলন ছাড়া পরিচালনা পরিষদের তেমন কোন কাজকর্মও ছিল না। তবে মাঝে মধ্যে পার্টি এবং ব্যবসায়ীদের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে তারা যতটুকু পারতেন ভূমিকা রাখতেন। ব্যবসায়ী পরিচালনা পরিষদের নির্বাচনে প্রচার সম্পাদক সাকলাইন মোস্তাক জানান, অনেক আশা- আকাঙ্ক্ষার পর ২০০৫ সালের পরে ২০২০ সালে এ বাজারে নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ নির্বাচনে তিনি বিনা ভোটে প্রচার সম্পাদক নির্বাচিত হন। প্রথম দিকে তিনি বাজারের সমস্যা সংক্রান্ত নানা প্রস্তাবনা হাউজে উপস্থাপন করেন।কিন্তু তার একটি প্রস্তাবনাও কেউ আমলে নেই নি। তাদের ২৪ ঘন্টা চিন্তা ছিল ভিডিপি এবং বিচার ব্যবস্থা নিয়ে। পরে তিনি বাজার পরিচালনা সংক্রান্ত গঠনতন্ত্র তৈরীর প্রস্তাব দিলেও সেটাও কেউ আমলে নেয়নি। তিনি বলেছিলেন ১২ জন ভিডিপি চালাতে তিনি ১৩ জনের বাজার কমিটিতে আসেননি। আমার একথা না শুনলে আমাকে বাদ দেন। তিনি অভিযোগ করেন, করোনা চলাকালীন বাজারের অনেক ব্যবসায়ীকে নানাভাবে হয়রানি করা হয়েছিল। কিছু ব্যবসা প্রতিষ্ঠানে তালা মারা হয়েছিল। টমটম চালককে পাবলিক লাইব্রেরীতে ধরে নেয়া হয়েছিল। আমি এগুলোর বিপক্ষে ছিলাম। এভাবে কিছু ব্যবসায়ী সুবিধা নিয়েছিলেন। আবার কিছু ব্যবসায়ীকে হয়রানি করা হয়েছিল।
Leave a Reply