তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ মাদক মুক্ত ফুলপুর গড়ার লক্ষ্যে পুলিশ প্রশাসনের পাশাপাশি কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন। তারি ধারাবাহিকতায় ১৭ই মে শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দ্বারাকপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সহ মোঃ আমীর হামজার ছেলে রিপন মিয়া (২১)কে আটক করেন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী রিপন মিয়াকে ১ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় সাথে ছিলেন ফুলপুর থানা পুলিশের একটি টিম। ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, মাদক মুক্ত ফুলপুর গড়ার লক্ষে পুলিশ প্রশাসনের পাশাপাশি জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম মহোদয়ের দিকনির্দেশনায় আমরাও কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, মাদকদ্রব্য নির্মূল সহ বিভিন্ন অপরাজনিত কার্যকলাপের উপর উপজেলা প্রশাসনের অভিযান সব সময় চলমান থাকবে। এছাড়াও সবাই উপজেলা প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন।
Leave a Reply