তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর প্রাণী সম্পদ দপ্তরের আওতায় উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মধ্যে বকনা ও ষাঁড় বাছুর এবং গোখাদ্য সহ সিমেন্টের খুটি, টিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তারেক আহমেদের আমন্ত্রণে ১৭ মে শনিবার দুপুরে এ বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক সহ উপকারভোগী পরিবার উপস্থিত ছিলেন। প্রাণী সম্পদ কর্মকর্তা তারেক আহমেদ বলেন, মোট ২৬ টি পরিবারের মধ্যে ১ম দাপে ১৩ টি পরিবারকে এ উপকরণ বিতরণ করা হয়েছে। বাকী ১৩ সদস্যকে চলতি সপ্তাহের মধ্যেই প্রাপ্তি সাপেক্ষে বিতরণ করা হবে।
Leave a Reply