1. admin@pressbd.online : admin :
শনিবার, ১৭ মে ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল সীমান্তে বিদেশী মদ ফেন্সিডিলসহ শাড়ী কসমেটিক্স সামগ্রী আটক মোরেলগঞ্জে ডরপের উদ্যোগে খাউলিয়া ইউনিয়নে প্রাক বাজেট সভা অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত লামায় মাটি খুঁড়ে মিললো লুট হওয়া ২১ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার  ছাত্রদলের চার নেতা হত্যার প্রতিবাদে রূপগঞ্জে উপজেলা ছাত্রদলের প্রতিবাদ সভা \ বিক্ষোভ \ সড়ক অবরোধ ফুলপুর প্রাণী সম্পদ দপ্তরের আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে উপকরণ বিতরণ ফুলপুরে মাদকের উপর অভিযান পরিচালনা করে রিপনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান খাগড়াছড়ির যামিনীপাড়া জোনের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি অস্ত্র ও গুলি উদ্ধার রায়ে খুশি হতে পারেনি আছিয়ার মা

লামায় মাটি খুঁড়ে মিললো লুট হওয়া ২১ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার 

  • প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৩ বার শেয়ার হয়েছে

মো. ইসমাইলুল করিম বান্দরবান জেলা প্রতিনিধি: পার্বত্য জেলা বান্দরবানের লামায় অনেক আলোচিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির লাইনঝিরি অফিস থেকে ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। দুইদিন অভিযানে লামা ও পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন এলাকায় থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, চকরিয়া উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের পদ্মাছড়া এলাকার মারুফুল ওরফে আরিফ (৩৩), একই উপজেলার লক্ষ্যাচর ইউনিয়নের নাঈমুল ইসলাম ওরফে সাগর (৩১), লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম (৩৬), একই এলাকার মো. সুজন (২৫) এবং সাবেক বিলছড়ি সিলেটি পাড়ার আনোয়ারা বেগম (৪৫)। বৃহস্পতিবার ও শুক্রবার (১৬-১৭ মে) আটককৃতদের দেওয়া তথ্যমতে পৃথক তিনটি অভিযানে মাটি খুঁড়ে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে লামা থানা পুলিশ। এদিকে ওয়াসের আলীর ছেলে মো. করিম দক্ষিণ চট্টগ্রামের আন্তঃজেলা ডাকার দলের অন্যতম সদস্য। তাকে এই ডাকাতির ঘটনা ও টাকা লুটের প্রধান মাস্টারমাইন্ড বলে ধারণা করছে পুলিশ। অন্য ডাকাতদের গ্রেপ্তারে চেষ্টা ও টাকা উদ্ধারে মাঠে কাজ করছে লামা থানা পুলিশ। উল্লেখ্য: গত শুক্রবার (৯ মে) ভোরে ১৫/১৬ জনের সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির হিসাব রক্ষকসহ অন্যদের জিম্মি করে ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা টাকা লুট করে নিয়ে যায়। জানা যায়, ঘটনার সময় ডাকাত দল লোহার সিন্ধুক ভাঙার ব্যর্থ চেষ্টা করে। সে-সময় লোহার সিন্ধুকে রক্ষিত ছিলেন আরও সাড়ে তিন কোটি টাকা। ডাকাতির ঘটনায় ১০ মে লামা থানায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা হয়। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বৃহস্পতিবার এক অভিযানে লামা পৌরসভার ৬নং ওয়ার্ডের আব্দুর রহিমের কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। তার দেয়া তথ্যমতে শুক্রবার সন্ধ্যা ৭টায় লামা পৌরসভার ৬নং ওয়ার্ড (সাবেক বিলছড়ি সিলেটি পাড়ার ওয়াসির আলীর পাহাড়) এলাকায় মাটি খুঁড়ে ২ লাখ ৬৭ হাজার টাকা,(১৭ মে) করিমের বাড়ি থেকে মাটি খুঁড়ে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি