ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ–সমবায় শক্তি সমবায়ই মুক্তি এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে সমবায় সমিতির টেকসই উন্নয়নে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ ১৯ মে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমবায় অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলার ২৫ টি সমবায় সমিতির মোট ৫০ জন সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এ সময় প্রশিক্ষণে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, খুলনা জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, জেলা সমবায় অফিস খুলনার প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ, সহকারি পরিদর্শক শেখ মোহাম্মদ আলী, সহকারী পরিদর্শক হেকমত আলী এবং জেলা সমবায় অফিসের তাঁত সুপারভাইজার মোঃ সাইদুল ইসলাম। প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন এম রকিব হাসান।
Leave a Reply