নিজস্ব প্রতিনিধি: খুলনা নগরীর খালিশপুর থানাধীন ১৪ ও ১৫নং ওয়ার্ড মহিলা দলের পৃথক দিকনির্দেশনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২০ মে মঙ্গলবার বিকেল সারে ৪ টায় ও সন্ধ্যা ৭ টায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে মহিলা দলের পৃথক দিকনির্দেশনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম-আহবায়ক এ্যাড. হালিমা আক্তার খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর মহিলা দলের আহবায়ক সৈয়দা নার্গিস আলী।এছাড়াও অনুষ্ঠানে খালিশপুর থানা বিএনপির সভাপতি এ্যাড. মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি একরামুল হক মিন্টু, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মনির, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হায়দার আলী তরফদার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, খুলনা মহানগর মহিলা দলের আহবায়ক কমিটির সকল সদস্যবৃন্দ এবং ১৪ ও ১৫নং ওয়ার্ড মহিলা দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply