চট্টগ্রাম প্রতিনিধি: ১৫ দিন ঘটনা ধামাচাপা থাকার পর বেরিয়ে আসলো নতুন নাম ঠিকানা। পুলিশের জালে আটকে পর আসল নাম পরিচয় গোপন করেন তারা। ঘটনাটি হলো চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রামমুখী যাত্রাবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩১ হাজার জাল টাকার নোট উদ্ধার করেছে পুলিশ। এ সময় আপন ভাই-বোনসহ তিনজনকে আটক করা হয়। শনিবার (৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ওই উপজেলার চুনতি ইউনিয়নস্থ বনবিট কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা তাদের নাম ঠিকানা মিথ্যা তথ্য দেন পুলিশকে। তাদের গ্রেপ্তার বিষয়ে বিভিন্ন অনলাইন পএিকা ও পএিকায় সংবাদ প্রকাশ হলে আসল নাম বেরিয়ে আসে। আটককৃতরা সঠিক নাম নাছির উদ্দীন (৪৩) সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া গ্রামের জুলেকা বাপের বাড়ির মনির আহমদএর পুএ। জাল টাকা সহ গ্রেপ্তার করার পর মিথ্যা তথ্য দেন পুলিশ কে। তার গ্রামের লোকজন সুএে জানায়। আটকের পর তাদের পরিচয় দেন কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের নলবুনিয়া পাড়ার মৃত শওকত আলীর ছেলে মোহাম্মদ মোদ্দাচ্ছির (২৫) এবং তার আপন ছোট বোন খাতিজা (১৭)। অপর জন হল উখিয়া থানার ব্লক নম্বর এইচ-১৩ ক্যাম্প নম্বর ১২ বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকার ছলিম উল্লাহর কন্যা হালিমা আক্তার (১৮)। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তিনজনের কাছ থেকে ৩১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তারা জাল নোটগুলো রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে বিক্রি করার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছে বলে স্বীকার করছে। বর্তমানে উদ্ধারকৃত টাকা ও আসামিরা থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়। নাছির চক্র সাথে আর দুইজন মেয়ে আটক হয়।নাছির উদ্দীন বিভিন্ন জায়গা ভিন্ন ভিন্ন নাম পরিচয় দিয়ে থাকেন। তার এনআইডি কার্ড কয়টা রয়েছে তা সঠিক জানতে জিজ্ঞেসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে গোয়েন্দা একটি বিশেষ সুএে জানা যায়।
Leave a Reply