ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলীর নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকাল সাড়ে সাতটায় মরদেহটি উদ্ধার করা হয়। পশ্চিম গোমাতলীর বাংলাবাজার সংলগ্ন রেড ক্রিসেন্ট আশ্রয় কেন্দ্রের পাশের খাল পার হওয়ার সময় সে হঠাৎ পানির স্রোতে তলিয়ে যায়। নিহত আব্দুল্লাহ তামিম (১৪) ঐ এলাকার আবুল হাশেমের পুত্র। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা রাত ভর উদ্ধারের চেষ্টা চালিয়ে যান। রামু ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েও ডুবুরি না থাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনায় অক্ষমতা প্রকাশ করে। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলের কিছুটা দূর থেকে তার নিথর দেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত শিক্ষার্থী পূর্ব গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাস করেছে। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, যথাযথ উদ্ধার ব্যবস্থা ও প্রশিক্ষিত জনবল না থাকায় সময়মতো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। যার ফলে একটি অমূল্য প্রাণ ঝরে গেল।ঘটনাস্থলে এখনো শোকাবহ পরিবেশ বিরাজ করছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গোমাতলী গ্রাম। নিহত শিশু বাবাকে সহায়তা করতে মাছ ধরতে গিয়েছিল। কিন্তু সেটাই তার জীবনের শেষ যাত্রা হয়ে দাঁড়ায়।
Leave a Reply