তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎপৃষ্ঠে এক নারীর মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থাল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা। নিহত হেপি আক্তার(২৬) উপজেলার বওলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বুশরাপল্লী গ্রামের বাসিন্দা হায়াতুর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, হেপি আক্তার ২০ মে মঙ্গলবার দুপুরে বৃষ্টির মাঝে বসতঘর থেকে বের হয়ে মাছ মারার জাল আনার সময় পা পিছলে পড়ে যায়। ওঠতে গিয়ে বসত করের টিন ও দরজায় হাত রাখলে তিনি বিদ্যুৎপৃষ্ঠে গুরুতর আহত হয়। স্থানীয়রা দৌড়ে এসে দেখতে পান পল্লী বিদ্যুতের লাইন ছিঁড়ে টিনের সাথে লেগে আছে। পরে হেপি আক্তারকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত বলে ঘোষণা করেন। উক্ত সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সাথে ছিলাম পিআইও অফিসার আর্শীষ কর্মকার, পল্লী বিদ্যুতের অফিসা, ফুলপুর থানার পুলিশ প্রশাসন সহ গণমান্য ব্যক্তিবর্গ। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি ঘটনার সততা নিশ্চিত করে জানান, এ বিষয়ে ফুলপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
Leave a Reply