পটিয়া( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিষ্ট্রেশন নং (১৮৮৬) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পটিয়া উপ-শাখার উদ্যােগে বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বুধবার সকাল ১১ টার দিকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম উত্তর – দক্ষিণ সহ সভাপতি মোহাম্মদ মোকতারুল হোসেন, প্রধান অতিথি ছিলেন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম উত্তর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ মিয়া, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম উওর -দক্ষিণ এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল আলম প্রমুখ। এছাড়াও বিক্ষোভ মিছিল সমাবেশে দুই শতাধিক জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কর্তৃপক্ষের প্রতি বিদ্যুৎ শ্রমিকের ন্যায্য দাবীসমূহ অনতিবিলম্বে মেনে নেয়ার আহ্বান জানান অন্যথায় আগামীতে আরোও কঠোর কর্মসূচীর মাধ্যমে দাবী আদায়ের হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিক্ষোভ মিছিলে পাঁচ দফা দাবি হলেন, ১। ঈদুল আযহার পূর্বে এ পি বোনাস এবং অপেক্ষমান ওটি ও টি এ বিল পরিশোধ করতে হবে, ছুটি নগদায়ন পূর্বের ন্যায় চালু করতে হবে। ২। ফ্যাসিবাদের দোসর দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। ২০ মার্চ ২০২৫ইং বিদ্যুৎ ভবনে অত্র সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা ও মিথ্যা মামলাকারী বিদ্যুৎ শ্রমিক লীগ ও বহিরাগত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩। শ্রমিক দলের সংগঠন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি ১৮৮৬ কে সাংগঠনিকভাবে দুর্বল করার জন্য নেতাকর্মীদের হয়রানিমূলক বদলি বন্ধ ও বাতিল করতে হবে। ৪। কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে সার্ভিস রুল বহির্ভূত ৩, ৫ ও ৯ বছরের বার বাতিল করতে হবে। ৫। সরকারের নির্দেশমতো অবিলম্বে সকল শূন্য পদে নিয়োগ দিতে হবে। মৃত কর্মকর্তা/কর্মচারীর পোষ্যসহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগকৃত সকল কাজ নাই মজুরি নাই, দৈনিক মজুরি, আর এফ কিউ, পিসরেট কর্মচারীদের স্থায়ী নিয়োগ দিতে হবে।
Leave a Reply