বন্দর প্রতিনিধিঃ বন্দর থানাধীন তিনগাঁও এলাকার রফিক প্রধানের ছেলে নারী নির্যাতনকারী যৌতুক লোভী সোহাগ (৩০) পুলিশের হাতে গ্রেফতার। অভিযোগ সূত্রে জানা যায় বন্দর থানাধীন তিনগাঁও এলাকার রফিক প্রধানের ছেলের সাথে বন্দর থানার মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড দাশেগাঁও এলাকার জাহিদা বেগমের সাথে চার বছর আগে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের কয়েকমাস পর থেকেই তার মা এবং যৌতুক লোভী (সোহাগ) তার স্ত্রীকে যৌতুকের জন্য অমানবিক অত্যাচার করে। এবিষয়ে এলাকার মেম্বার ও পঞ্চায়েত কমিটির সদস্যরা একাধিকবার বিচার সালিসি করলেও তারা কোন ধরনের মিমাংসা করতে পারেনি ।তবে যৌতুক লোভী সোহাগের অমানবিক নির্যাতন বন্ধ হয়েনি। কিস্তির টাকা, ও রুম ভাড়া ও বিভিন্ন অজুহাতে মোটা অংকের টাকা হাতিয়ে নিলেও নির্যাতন থেকে রেহাই পায়নাই জাহিদা বেগম। বিভিন্ন অজুহাতে যৌতুকের দাবি করলে এক পর্যায়ে তার স্ত্রী টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করে ২ বছরের ছেলে সন্তান সহ বাপের বাড়ি পাঠিয়ে দেয়। অবশেষে এক সন্তানের জননী জাহিদা বেগম কোন উপায় না পেয়ে নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে গিয়ে একটা মামলা দায়ের করেন। যার নং মামলা নাম্বার ২১১/২৫ অভিযোগে আরো জানা যায় সোহাগ ও তার মা বন্দর তিনগাঁও এলাকার একাধিক মানুষের থেকে প্রায় দশলাখ টাকা লোন বাবদ নিয়ে এলাকা থেকে পালিয়ে যায়। ২০মে মঙলবার গোপন সূত্রের মাধ্যমে জানাজায়, (সোহাগ ও তার মা) পালিয়ে গিয়ে তল্লা আজমেরীবাগ নুর জাহান ভিলায় বাড়া বাসায় অবস্থান করছে। তারই পরিপেক্ষিতে এস আই হুমায়ুন কবিরের টিম ও ফতুল্লা থানার টহল পুলিশের টিম অভিযান চালিয়ে সি আর ওয়ারেন্ট মুলে আসামি সোহাগকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে এস আই হুমায়ুন কবির জানান সি আর ওয়ারেন্ট ভুক্ত আসামী সোহাগকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply