ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ– জীব বৈচিত্র্য সংরক্ষণ করি, সবার ভবিষ্যৎ নিশ্চিত করি”এবং- এই প্রতিপাদ্যকে সমানে নিয়ে আজ ২২ মে রবিবার খুলনাঞ্চলের পরিবেশবাদী সংগঠন ” আলোর মিছিল ” এর আয়োজনে খুলনা নগরীর গল্লামারী সি এফ সি (CFC) রেস্টুরেন্টে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস পালন করা হয়। আলোর মিছিল এর প্রতিষ্ঠাতা শেখ তারেক এর সভাপতিত্বে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিজুর রহমান চৌধুরী, বন কর্মকর্তা, বন বিভাগ, খুলনা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম শিমুল, মহাসচিব, খুলনা ডেভলপমেন্ট ফাউন্ডেশন। আজকের বিশ্ব জীব বৈচিত্র্য দিবসে একাত্মতা প্রকাশ করেন খুলনা ডেভলপমেন্ট ফাউন্ডেশন (KDF) এর নেতৃবৃন্দ ও আলোর মিছিলের এক ঝাক তরুণ নিবেদিত সদস্য। আজকে বিশ্ব জীব বৈচিত্র্য দিবসে বক্তারা জীব বৈচিত্র্য সুরক্ষায় করনীয় বিষয় সমূহ নিয়ে সকলের সুচিন্তিত মতামত ব্যাক্ত করেন। উপস্থিত সকলে আলোর মিছিলের সাথে একাত্মতা প্রকাশ করে সার্বিক সহযোগিতা ও পরিবেশ উন্নয়নে এক সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলোর মিছিলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য শেখ রবিউল ইসলাম রাজিব ।
Leave a Reply