1. admin@pressbd.online : admin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া পাইরোল গ্রামে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময়  করেনসাবেক এমপি গাজী জুয়েল পটিয়ায় ওলামাদলের কর্মী সভায় ইদ্রিস মিয়া:শহীদ জিয়ার আদর্শের নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন করতে হবে  গলাচিপায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় আত্মহনন বৃষ্টিতে জালালাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের করুন দশা, চরম দুর্ভোগ উন্নয়ন শুধু জেলা সদরেই নয়, সকল উপজেলায় দৃশ্যমান হতে হবে– পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ  মুন্সিগঞ্জ টু গজারিয়াবাসী বিচ্ছিন্ন একটি সেতুর অভাবে উপদেষ্টাদের কাছে দাবী খুলনায় বিশ্ব জীব বৈচিত্র্য দিবস-২০২৫ পালিত  বান্দরবানে মারাইংতং এ বৌদ্ধ জাদীর মূর্তি ভাংচুর শ্রীপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক মহিলা ধর্ষণের শিকার, আটক ২ লামায় ডাকাত দলের মাস্টারমাইন্ড করিম এর বাবার বাড়ি থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার

লামায় ডাকাত দলের মাস্টারমাইন্ড করিম এর বাবার বাড়ি থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪৩ বার শেয়ার হয়েছে

মো. ইসমাইলুল করিম বান্দরবান জেলা প্রতিনিধি: পার্বত্য জেলা বান্দরবানের লামায় আবুল টোব্যাকো কোম্পানির তামাক ক্রয় কেন্দ্রের অফিস ডাকাতির প্রধান আসামী করিম’কে পুলিশের অভিযানে (বৃহস্পতিবার ২২ মে ) লোহাগড়া চুনতি চেক পোস্টে পুলিশ তাকে আটক করে বলে জানান পুলিশ। জিজ্ঞাসাবাদের পর দুপুর দিকে করিমকে সাথে নিয়ে লুন্ঠিত টাকা উদ্ধার অভিযান শুরু করেন পুলিশ। ডাকাত করিম পুলিশের সাথে প্রথমে তার বসতবাড়িতে যায়। সেখানে তার দেখানো জায়গায় দুইঘন্টা পুলিশ মাটি খুঁড়ে অভিযান চালিয়ে কিছু পায়নি। এর পর বিকেল তিনটায় ডাকাত করিম পুলিশকে নিয়ে যায় পার্শ্ববর্তী সাবেক বিলছড়ি সিলটি পাড়ায়। সে প্রথমে পুলিশ টিমকে বিভ্রান্ত করেছে। বিকালবেলা পুলিশ কৌশল পাল্টিয়ে তার বাবার বাড়িতে অভিযান করে মাটির নিচ থেকে লুন্ঠিত ৭০ হাজার টাকা ও তিনটি দেশীয় অস্ত্র, ৬টি কার্তুজ ও ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেন। অভিযানে পরিচালনা করেন, বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন শাখা) মো. আব্দুল করিম, অভিযানে ছিলেন জেলা গোয়েন্দা পুলিশ ইনচার্জ কামরুল আজম, মামলার আইও (লামা তদন্ত ওসি) ইন্সপেক্টর এনামুল হক, এসআই নরুজ্জামা সহ থানা পুলিশ। এই মামলায় আজ পর্যন্ত মোট ৮জন আটক। এর মধ্যে প্রধান আসামী করিম, তার বাবা ওয়াছের আলী, মা আনোয়ারা বেগম ও স্ত্রী শাকিলা বেগম রয়েছে। এ’নিয়ে ৬ দফা অভিযান করে পুরিশ ৫২ লাখ ৪০ হাজার ২০০ টাকা, অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেন। অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল করিম সাংবাদিকদের’কে বলেন, বান্দরবান জেলা গোয়েন্দা পুলিশ ও লামা থানা পুলিশ টিম অভিযান পরিচালনা করে সফল হয়।তিনি আরও বলেন, বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার এ’মামলা ও অভিযানের সার্বিক দিকনির্দেশনা ও মনিটরিং করছেন এ’অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি