মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ টু গজারিয়াবাসী বিচ্ছিন্ন একটি সেতুর অভাবে মেঘনা নদীর উপর ব্রিজ নির্মাণের দাবী করেছেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয় গজারিয়াবাসী জানান সরকার দুই উপদেষ্টাদের কাছে আবেদন মেঘনা নদীর উপর সেতু নির্মাণের প্রণয়ন প্রকল্প-এর আওতায় গজারিয়া টু মুন্সিগঞ্জ সেতু প্রকল্প’র প্রবেশগত প্রভাব নিরুপণে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান মহোদয় এর কাছে সম্ভাব্যতা সমীক্ষা এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে বাস্তুসংস্থা। মুন্সিগঞ্জ জেলার একটি বিচ্ছিন্ন উপজেলা গজারিয়া। সেতুর অভাবে আর নদী পারাপারে ব্যবহৃত হয় একমাত্র নৌযান ট্রলার। ঝড়-বৃষ্টি এবং উত্তাল মেঘনা ঢেউ উপেক্ষা করে প্রায় ৭৭ বছর যাবৎ যাতায়াত করে আসছে উভয় পাড়ের মানুষ। এই উপজেলার প্রায় দুই লাখ মানুষের দাবি একটি ব্রিজ। গত (৭ এপ্রিল) মুন্সিগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ‘আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’তিনি আরও বলেন, শ্রীনগর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত চার লেন সড়ক করার জন্য আলোচনা হয়েছে। এটি হয়তো খুব তাড়াতাড়ি করা সম্ভব।’ কিন্তু কিছু কিছু কাজ এখনো হয়নি। অবহেলিত একটি এলাকা ছিল এই জেলা। এখানে কীভাবে আমরা অল্প সময়ের মধ্যে কিছু কাজ করতে পারি উন্নয়নসংক্রান্ত যোগাযোগব্যবস্থা।
Leave a Reply