মোঃ রাজু মিয়া সোহাগ রংপুর: নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় মিনি স্টেডিয়ামের ড্রেন যেন ফেন্সিডিলের খনি। গতকাল বিকালে স্টেডিয়ামের পানি নিষ্কাশন করে স্থানীয় খেলোয়াড়রা। এ সময় ড্রেনের পানি থেকে সহস্র্রাধিক ফেন্সিডিলের বোতল উত্তোলন করা হয়। স্থানীয় খেলোয়াড়রা জানান, অবিরাম ভারী বৃষ্টির কারণে মাঠে জলাবদ্ধতা দেখা দেয়। দিনাজপুর ও নীলফামারীর মধ্যে বিকালে ফুটবল খেলা রয়েছে। এজন্য স্টেডিয়াম মাঠের পানি নিষ্কাশনে ড্রেন পরিষ্কার করতে হয়। উত্তর-পশ্চিম কোণে ড্রেনের স্ল্লাব তুলে ময়লা সরানো হলে পানির সঙ্গে ফেন্সিডিলের বোতল ভেসে যেতে দেখা যায়। এ সময় ড্রেনের পানি থেকে বোতলগুলো তুলে মাঠের কোণে রাখলে উৎসুক জনতা ভিড় জমায়। ফুটবলার রাশেদ জানান, রাতে স্টেডিয়াম মাঠে মাদকাসক্তের আখড়ায় পরিণত হয়। তারা ফেন্সিডিল খেয়ে খালি বোতলগুলো ড্রেনের ভিতর ঢুকিয়ে দেয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো কাজ হচ্ছে না। আমরা মাদকমুক্ত স্টেডিয়াম চাই। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, মাঠে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম। কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে। এজন্য স্টেডিয়ামের আড্ডাস্থল নিয়ন্ত্রণে একটু সমস্যা হয়েছে। তবে মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply