মোঃ সাকিব খান বিশেষ প্রতিনিধি মাগুরা: অদ্য ০২৪০ হতে ০৫২০ ঘটিকা পর্যন্ত থেকে নড়াইল জেলার , কালিয়া থানার, বনগ্রামে দুইটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে নিম্নাক্ত মালামাল পাওয়া যায়। উদ্ধারকৃত মালামাল এর মধ্যে খায়রুল এর বাড়ি থেকে নিম্ন লিখিত দ্রব্য সামগ্রী পাওয়া যায় বেতের ঢাল ২ টি,চায়নিজ কুড়াল ১ টি, ফালা ১ টি,হকিস্টিক ১ টি। রনি এবং ইনসান এর বাড়ি থেকে নিম্ন লিখিত দ্রব্য সামগ্রী পাওয়া যায় গাজা ৫০০ গ্রাম,ইয়াবা ৪৪ পিস,চাইনিজ কুড়াল০১ টি,চাকু ০১ টি, ফালা ০১ টি,পেন ক্যামেরা ০১ টি, ডিজিটাল ক্যামেরা ০১ টি,গাঁজা মাপার ওয়েট স্কেল ০১ টি, ফালা ০১ টি, হকিস্টিক ০১ টি, হাইসা ০১ টি,ঢাল ০২ টি আটককৃত আসামিদের নামের তালিকা নামঃ মোঃ রনি শেখ পিতাঃ মোঃ মোশারফ শেখ গ্রামঃ বনগ্রাম পোস্ট অফিসঃ বনগ্রাম থানাঃ কালিয়া জেলাঃ নড়াইল ০২। নামঃ মোঃ ইনসান শেখ পিতাঃ মোঃ মোশারফ শেখ গ্রামঃ বনগ্রাম পোস্ট অফিসঃ বনগ্রাম থানাঃ কালিয়া জেলাঃ নড়াইল ০৩। নাম মোঃ খাইরুল মোল্লা পিতা মোঃ আবু তালেব মোল্লা গ্রামঃ বনগ্রাম পোস্ট অফিসঃ বনগ্রাম থানাঃ কালিয়া জেলাঃ নড়াইল এ বিষয়টি পরবর্তীতে কালিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply