1. admin@pressbd.online : admin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জ পূর্বাচলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্বাচিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত গরমে জনপ্রিয় হয়ে উঠেছে তাল শাঁস  কিশোরগঞ্জ স্টেডিয়ামের ড্রেন যেন ফেন্সিডিলের খনি যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা গাঁজা ও দেশে অস্ত্র সহ ৩ জন আটক  পটিয়া পাইরোল গ্রামে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময়  করেনসাবেক এমপি গাজী জুয়েল পটিয়ায় ওলামাদলের কর্মী সভায় ইদ্রিস মিয়া:শহীদ জিয়ার আদর্শের নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন করতে হবে  গলাচিপায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় আত্মহনন বৃষ্টিতে জালালাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের করুন দশা, চরম দুর্ভোগ

শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

  • প্রকাশিত : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৪ বার শেয়ার হয়েছে

বেনাপোল  প্রতিনিধি: যশোরের শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সৌরভ মন্ডল (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আরও দুইজন গুরুতর আহত হয়। শুক্রবার ( ২৩ মে) রাত ১১টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেলতল আমের বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক সৌরভ মন্ডল গোপালগন্জ জেলার কোটালীপাড়া এলাকার সুকদেব মন্ডলের ছেলে। দুর্ঘটনায় আহত অন্য দুইজন হলেন- হাসিব (২০) ও রফিকুল (২২)। প্রত্যক্ষদর্শীরা জানান, সৌরভ মন্ডল, হাসিব ও রফিকুল তিনজনই বেলতলা আম বাজারে শ্রমিক হিসাবে কাজ করতো। শুক্রবার রাত ১১টার সময় তারা মিন্টুর আমের আড়তের সামনে পাকা রাস্তার পাশ দিয়ে পায়ে হেটে যাচ্ছিল। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান (ট্রাক) তিনজনকে সজরে ধাক্কা দেয়। এসময় সৌরভ মন্ডলের মাথায় গুরুতর আঘাত পেলে তার মাথা ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। বাকী দুই যুবক হাসিব ও রফিকুল  আহত হয়। তাদের দুজনের শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে। তারা স্থানীয় ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত কাভারভ্যানটি জব্দ করা হয়েছে।  তবে’ এ সময় চালক কৌশলে পালিয়ে গেছে, নিহতের মরদেহের সুরুতহাল রিপোর্ট শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন। এদিকে সুত্র বলছে যশোর সাতক্ষীরা মহাসড়কের পাশে  বেলতলা আম বাজার গড়ে ওঠার কারণে’ ও সড়কে কয়েকটি স্থানে বড় বড় গর্ত হওয়ার কারণে সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে। যে কারণে সড়কে ছোট বড় দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি