তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্যে নাগরিকদের আধুনিক প্রযুক্তিনির্ভর জনবান্ধব ভূমিসেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ভূমি মেলা ২০২৫ আয়োজন করা হয়েছে। তারি ধারাবাহিকতায় ময়মনসিংহের ফুলপুরে ২৫শে মে রোববার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রা এবং উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন পিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামুর সঞ্চালনায় ভূমি সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ, বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, এ.কে.এম সিরাজুল হক, সাংবাদিক নাজিম উদ্দিন, নুরুল আমিন প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন ভূমি অফিসের সার্ভেয়ার, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নায়েব সহ বিভিন্ন নেতকর্মী ও অফিস স্টাপ। এসিল্যান্ড মেহেদী হাসান ফারুকের ট্রেনিং থাকায় উক্ত মেলায় উপস্থিত থাকতে পারেননি। তবে সার্বক্ষণিক ভিডিও কলের মাধ্যমে খোঁজখবর নিচ্ছেন বলে জানা যায়। ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, জনগণের সুবিধার্থে এ মেলার আয়োজন করা হয়েছে। এ ভূমি মেলার নির্ধারিত স্টলে এসে করা যাবে ই-নামজারির আবেদন। কোনো ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি। তিনি আরো বলেন, ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় আয়োজিত হয়েছে তিন দিনব্যাপী এ ভূমি মেলার। তিনটি স্টলে ভূমি অনলাইন সেবাসহ সকল সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করতে ২৫ মে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
Leave a Reply