1. admin@pressbd.online : admin :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন  কক্সবাজারে আল্লামা সুলতান যওক নদভীর চিন্তাধারা ও অবদান শীর্ষক সেমিনার সম্পন্ন  পটিয়া মেহেরাটিতে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন, সাবেক এমপি, গাজী শাহজাহান জুয়েল বহুল প্রত্যাশিত জালালাবাদ ইউনিয়ন বিএনপি দ্বি-বার্ষিকী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত  বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন লামায় কৃষি অফিসের উদ্যোগে লেবু জাতীয় ফসলের উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ও প্রদর্শনীর চারা বিতরণ বেনাপোলে মিথিলা নামে এক ছাত্রীর মৃত্যু টেকনাফ মুন্ডার ডেইল এলাকায় র‍্যাব-১৫ এর অভিযানে ৭০,হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি’কে গ্রে’ফ’তা’র করেছে  পটিয়ার ২১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন আদালত রূপগঞ্জে হত্যাসহ ছয় মামলার আসামী ইয়াবা নাজমুল গ্রেফতার

ফুলপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন 

  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৭৪ বার শেয়ার হয়েছে

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্যে নাগরিকদের আধুনিক প্রযুক্তিনির্ভর জনবান্ধব ভূমিসেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ভূমি মেলা ২০২৫ আয়োজন করা হয়েছে। তারি ধারাবাহিকতায় ময়মনসিংহের ফুলপুরে ২৫শে মে রোববার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রা এবং উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন পিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামুর সঞ্চালনায় ভূমি সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ, বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, এ.কে.এম সিরাজুল হক, সাংবাদিক নাজিম উদ্দিন, নুরুল আমিন প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন ভূমি অফিসের সার্ভেয়ার, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নায়েব সহ বিভিন্ন নেতকর্মী ও অফিস স্টাপ। এসিল্যান্ড মেহেদী হাসান ফারুকের ট্রেনিং থাকায় উক্ত মেলায় উপস্থিত থাকতে পারেননি। তবে সার্বক্ষণিক ভিডিও কলের মাধ্যমে খোঁজখবর নিচ্ছেন বলে জানা যায়। ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, জনগণের সুবিধার্থে এ মেলার আয়োজন করা হয়েছে। এ ভূমি মেলার নির্ধারিত স্টলে এসে করা যাবে ই-নামজারির আবেদন। কোনো ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি। তিনি আরো বলেন, ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় আয়োজিত হয়েছে তিন দিনব্যাপী এ ভূমি মেলার। তিনটি স্টলে ভূমি অনলাইন সেবাসহ সকল সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করতে ২৫ মে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি