তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ দেশব্যাপী চলা তিনদিন ব্যাপী ভূমি মেলা সমাপ্ত হয়েছে। ময়মনসিংহের ফুলপুরে প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি,” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৭শে মে মঙ্গলবার বিকালে ভূমি মেলা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, আপনাদের যদি কোনো অভিযোগ বা সমস্যা থাকে, তাহলে সরাসরি আমাকে জানাবেন। আমি দ্রুত ব্যবস্থা নেব।” তিনি আরও বলেন, এ মেলার মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন করা ও তা আরও সহজতর করা আলোচনা শেষে পৌরসভার ১নং ওয়ার্ডের আফতাব উদ্দিন এ বছর সর্বোচ্চ কর দেয়ায় (৬৯ হাজার টাকা) পুরস্কৃত করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফারুক আহমেদ, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি, মৎস অফিসার মোঃ উজ্জ্বল হোসাইন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply