পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের এক মা তার জীবন লড়াইয়ে ১১ সন্তান ১১ সন্তানের কেউ চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষক। তিনি আজ গর্ভিত মা মা চেমন আরা বেগম (৭৮)১১ সন্তানের মা তিনি। নিজের জীবনের অনেক স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে ১১ সন্তানের কাউকে চিকিৎসক, প্রকৌশলী এবং শিক্ষক বানিয়েছেন। চেমন আরার ১১ সন্তানের মধ্যে প্রথমজন,মোহাম্মদ শহীদ উদ্দিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক,দ্বিতীয় সন্তানমোহাম্মদ সেলিম উদ্দিন, সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,তৃতীয় সন্তান মোহাম্মদ শাহীন উদ্দিন, লক্ষ্মীপুর জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ। চতুর্থ সন্তানপারভীন আকতার, স্নাতক পাস করে নারী উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত,পঞ্চম সন্তান মোহাম্মদ আলমগীর, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন পানিসম্পদ পরিকল্পনা সংস্থার প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার (পরিবেশ ও বন) পদে কর্মরত, ষষ্ঠ সন্তান সেলিনা আকতার, বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক, সপ্তম সন্তান মুহাম্মদ গিয়াস উদ্দিন, শিশুরোগ বিশেষজ্ঞ। অষ্টম সন্তান অধ্যাপক মুহাম্মদ আবুল কালাম আজাদ, পটিয়া সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক,নবম সন্তান-আবু সাদাৎ মুহাম্মদ সায়েম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান,দশম সন্তান রেজিনা আকতার, চট্টগ্রামের হোসাইন আহমদ সিটি করপোরেশন স্কুল ও কলেজের জ্যেষ্ঠ শিক্ষক,একাদশ সন্তান মোহাম্মদ ওমর কাইয়ুম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইইডিসিআরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার অ্যান্ড রেসিডেন্ট অ্যাডভাইজার পদে কর্মরত।চট্টগ্রামের পটিয়া উপজেলা ছায়াঘেরা নিভৃত গ্রাম নাইখাইনে চেমন আরার বাড়ি। স্বামী আবদুল্লাহ ছিলেন চট্টগ্রাম মিউনিসিপ্যালটির কর সংগ্রাহক। মানুষ গড়ার কারিগর এই মা পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কার ‘অদম্য নারী’। সমাজে প্রতিষ্টিত এ সন্তান গুলো সারাদেশে মানুষের সেবায় কাজ করছেন যাহা পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামে মানুষের জন্য স্বরণীয়। শ্রদ্ধা সন্মান গর্বিত মাকে পুরো গ্রামবাসী ফুলে ফুলে সিক্ত করেছেন। স্থানী স্কুলের শিক্ষক শফিকুল আলম বিষয়টি শিকার করে গর্ভবোধ করেন। জীবন যু্দ্ধে হার না মানা এক মা চেমন আরা বেগম নতুন প্রজন্মের কাছে ইতিহাস হয়ে থাকবে এমন আশাবাদ ব্যাক্ত করেন পটিয়া প্রেসক্লাব সভাপতি আবদুল হাকিম রানা। বিষয়টি নজরে আসলো দৈনিক জনতার সাংবাদিক সেলিম চৌধুরী এক বিবৃতিতে অভিনন্দন জানান। জঙ্গলখাইন ইউনিয়নের জনতা চেয়ারম্যান সমাজ সেবক মোহাম্মদ দিদারুল আলম তার এলাকার রত্ন গর্ভ মা চেমন আরা বেগম বেগম এর প্রতি শ্রদ্ধা সন্মান জানান। আজ একজন চেমন আরা বেগম বেগম এর জন্য পটিয়া সহ জঙ্গল ইউনিয়নবাসী গর্বিত বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।
Leave a Reply