পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:- গত দুই তিন মাসে চুরি ছিনতাই বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের তৎপরতা চোখের পড়ার মতন। এছাড়াও প্রতিদিন পটিয়া উপজেলা পৌরসভা জায়গা জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মারামারি অহরহ ঘটনা ঘটে চলছে। পুলিশ এসব নিয়ন্ত্রণ আনতে বার বার চেষ্টা করলেও সুফল মিলছে না। মানুষের স্বাভাবিক জীবন নিয়ে চলাফেরা করতে পারছে না একাধিক ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়। এছাড়াও পটিয়া থানা পুলিশের অভিযানে আন্তঃ জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চোরাই স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। বেশ কয়েকদিন থেকে সিএনজি চুরি ঘটনা ঘটছে। গ্রেপ্তারকৃত আন্তঃ জেলা চোর চক্রের সদস্য কুসুমপুরা ইউনিয়নের মইল্যা পুটির বাড়ীর নুরুল আবছারের পুত্র নুরুল হাকিম শুভ (২৬), একই ইউনিয়নের ইব্রাহিম সও,: বাড়ীর হাসান আলীর পুত্র রিয়াজুর রহমান নিক্সন (২৮) ও একই ইউনিয়নের নুরু মেম্বারের বাড়ীর গোলাম কাদেরের পুত্র এরশাদ হোসেন (২১)। একটি স্বর্ণের হার, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, ৪টি স্মার্ট ফোন, একটি বাটন ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গত রবিবার রাত ১টার দিকে পটিয়া থানাধীন কোলাগাঁও ইউনিয়নের চাপড়ী এলাকার দুবাই প্রবাসী মোহাম্মদ হেলালের বসতঘর হতে ৬ লক্ষ টাকার স্বর্ণ, নগদ দেড় লক্ষ টাকা, দুবাইয়ের ৫ হাজার দেরহামসহ ৩টি স্মার্ট ফোন চুরি হয়। ঐ রাতে ঐ এলাকার নুর আহম্মদের (৫৯) বাড়ী হতে ৪ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের স্বর্ণ, নগদ ১০ হাজার টাকা, ২টি স্মার্ট ফোন ও ১ টি মোবাইল ফোন চুরি হয়। এই চুরির ঘটনায় প্রবাসী হেলাল সোমবার রাতে থানায় একটি এজাহার দায়ের করলে এজাহারের প্রেক্ষিতে পটিয়ায় থানায় একটি মামলা রুজু হয় । পটিয়া থানা পুলিশের একটি চৌকস টিম সোমবার দিবাগত রাতে পটিয়া থানার ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নূরের নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ আব্দুল বাতেনসহ পটিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলা রুজুর ২ ঘন্টার মধ্যে চুরি মামলার মূল রহস্য উদঘাটনপূর্বক ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা সবাই আন্তঃ জেলা চোর চক্রের সদস্য। এ সময় তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। পটিয়া থানার ওসি আবু জায়েদ নাজমুন নুর জানান,গ্রেপ্তারকৃত তিনজন চিহ্নিত আন্তঃ জেলা চোর চক্রের সদস্য। তাছাড়া পটিয়ার চারিদিকে মাদক ইয়াবা ব্যাবসা জমজমাট চলছে। এর পাশাপাশি জায়গা জমি দখল বেদখল ঘটনা ঘটে চলছে। এসব অপকর্মে হোতাদের আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগীরা।
Leave a Reply