নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁওতে ১৬জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলার একাডেমিক সুপার ভাইজার রাশেদ মো: মহিউদ্দিন, ঈদগাও থানার সেকেন্ড অফিসার আসাদ, স্বাস্হ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: তৃনা শাহা,জালালাবাদ ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শহীদ পরিবারের প্রতিনিধিসহ ছাত্রপ্রতিনিধিরা। অনুষ্টান পরিচালনা করেন শাহাজান মনির। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করে আহত ও শহীদদের জন্য দোয়া করা হয়েছে।
Leave a Reply