জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ জুলাই আন্দোলনে শহিদদের স্মরণে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় শহিদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। এসময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.সবুজ আলী,মাটিরাঙ্গা উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা মো.শাহ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো.শরিফুল ইসলাম বিদ্যুৎ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম, প্রমুখ বক্তব্য রাখেন।অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অফিসার মো.আরিফুল মোল্লা,মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দীপশিখা চাকমা, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) মো.হাবিবুর রহমান খান,মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মহাফেজ মাওলানা হারুন উর রশীদ, সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান সংবাদকর্মী,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন,গণঅভ্যুত্থানে স্বৈরাচারের শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করার আন্দোলনে যারা নিজেদের উৎসর্গ করেছিলেন তাদের স্মরণে প্রথমবারের মতো দিবসটি উপলক্ষে সরকার আজ এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এছাড়া দেশব্যাপী মসজিদে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও শহীদদের শান্তির জন্য প্রার্থনার আয়োজন করা হয়েছে।
Leave a Reply