পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পটিয়া চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অঞ্জন ভট্টাচার্য অবসরজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান ১৭ জুলাই বৃহস্পতিবার বিদ্যালয় হল রুমে সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, খরনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফজল আহাম্মদ চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক শিক্ষানুরাগী সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ হাশেম,সিনিয়র শিক্ষক আনন্দমোহন মজুমদারের সঞ্জালনায় উপস্থিত ছিলেন শিক্ষক সাধন চন্দ্র দে, রমা ভট্টাচার্য, রবীন্দ্র ঘোষ, মো: মুছা, জান্নাতুল ফেরদৌস, ইয়াসমিন আকতার, মিলি চৌধুরী, আবুল হোসেন তরুণ, মোহাম্মদ রিয়াদ, নিউটন দে প্রমুখ।
Leave a Reply