পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় আবদুল আজিজ (৩৫) নামের এক বাস চালককে ছুরিআঘাত করে নাড়িভুঁড়ি বের হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার গিরিশ চৌধুরী বাজারের বাইপাস সড়ক সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বর্তমানে আহত তিনজনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজিজ পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সবজরপাড়া এলাকার মৃত মোজাহের এর ছেলে। জনতার হাতে গন গণপিটুনির শিকার হলেন চন্দনাইশ উপজেলার দোহাজারী থানার চাগাচর গ্রামের ফয়েজ আহমদের পুএ সাজ্জাদ হোসেন (১৯) এবং একই এলাকার জামালের ছেলে তার চাচাতো ভাই আবিদ (২০)। স্থানীয় সূত্র জানায়, গিরি চৌধুরী বাজার এলাকায় মহাসড়কে আজিজকে দুই যুবক ছুরিকাঘাতে নাড়িভুঁড়ি বের করে ফেলে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে এগিয়ে এসে ঘটনাস্থলেই সাজ্জাদ ও আবিদকে ধরে গণপিটুনি দেয়। পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম ও পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর ঘটনাস্থলে গিয়ে গণপিটুনির শিকার দুই যুবককে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে পাঠান। এ সময় তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। পটিয়া থানার এস আই সোহেল মিয়া জানান, হামলাকারী রিকশাচালক সাজ্জাদ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি, আজিজ হাইদগাঁও পান বাজার থেকে ৬০ টাকায় সাজ্জাদের রিকশা ভাড়া করে পটিয়া বাস স্টেশনে আসেন।এ সময় আবদুল আজিজের সঙ্গে রিকশা ভাড়া নিয়ে তর্ক হয়। তারপর আজিজ ভাড়া না দিয়ে চলে গেলে রিকশাচালক ডাকবাংলো মোড়ে এসে একটি তোশক দোকান থেকে তার চাচাতো ভাই আবিদকে নিয়ে আজিজকে খুঁজতে থাকেন। খুজাঁখুঁজির এক পর্যায়ে গিরিশ চৌধুরী বাজার এলাকায় গিয়ে আজিজকে পেয়ে কথা কাটাকাটির সময় আবিদের সঙ্গে থাকা ছুরি দিয়ে তাকে আঘাত করে।
Leave a Reply