1. admin@pressbd.online : admin :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সমলয় পদ্ধতিতে চাষের ফলে দিঘলিয়ায় বোরো ধানের বাম্পার ফলন অভিভাবকরা উদ্বিগ্ন,ঈদগাঁওতে মাদ্রাসা শিক্ষার্থী চার মাসেও বই পায়নি দক্ষিণডিহিতে রবীন্দ্র-জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রূপসায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বিপন্ন রয়েল বেঙ্গল টাইগার: ২০৭৫ সালের মধ্যে হারিয়ে যাওয়ার শঙ্কা ফুলপুরে মিথ্যা হয়রানি মূলক মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন শার্শায় অবৈধ বালু ও মাটি উত্তোলনে অভিযোগে জরিমানাসহ একজনের কারাদন্ড শ্রীপুরে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে আহত ৫, ২০ বাড়ি ভাঙচুর-লুটপাট পটিয়ায় উচ্ছেদ আতংকে দোকানদার হয়রানি অভিযোগে আদালতে মামলা  আওয়ামী লীগ নেত্রী ইসমত আরা হ্যাপি গ্রেফতার

গরিব ও প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদল 

  • প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৯ বার শেয়ার হয়েছে

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার তারাইল, বিরাবোসহ আশপাশের এলাকার গরিব ও প্রান্তিক কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতা কর্মীরা। স্বেচ্ছায় ও বিনা পারিশ্রমিকে ধান কেটে দেওয়ার বিষয়টি এলাকায় বেশ সাড়া পড়েছে। তাতে কৃষকদের মুখে হাসি ফুটে উঠছে। সরেজমিনে গিয়ে জানা গেছ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র প্রধান থাকা সত্ত্বেও তিনি কৃষকদের জন্য নিজ হাতে কোদাল নিয়ে খাল খননসহ কৃষকদের ফসল ফলানোর জন্য কাজ করেছিলেন। বেগম খালেদা জিয়াও রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন কৃষকের ২৫বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১দফায় কৃষি ও কৃষককে প্রাধান্য দেওয়া হয়েছে। তাই প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে রূপগঞ্জ উপজেলা যুবদল। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরিব ও প্রান্তিক কৃষকদের স্বেচ্ছায়-বিনা পারিশ্রমিকে ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন। কাঞ্চন পৌরসভার তারাইল, বিরাবো এলাকার কৃষক জাহাদ আলী, বিল্লাল হোসেন, আবু বক্কর, সিদ্দিক, আম্বর আলী, রফিকুল ইসলামসহ আরো অনেকের পাঁকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে যুবদলের নেতাকর্মীরা। কৃষকরা জানিয়েছে, বীজ তৈরি, হাল চাষ, বীজ রোপণ, সেচ, সার ও কীটনাশকের ব্যবহারসহ ধানের পরিচর্যায় কৃষকের অনেক টাকা খরচ হয়ে যায়। ধান কেটে ঘরে তুলতে দিনমজুরের খরচ দিতে হিমশীম খেতে হয় তাদের। কোন কোন সময় ধান কাটার শ্রমিক পাওয়া যায় না। তাই রূপগঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গরিব ও প্রান্তিক কৃষকের ধান কেটে ঘরে পৌছে দিচ্ছেন। তাতে কৃষকরা উপকৃত হচ্ছেন। এ কার্যক্রমে কৃষকের মুখে হাসি ফুটে উঠছে। গতকাল ৪মে রবিবার নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন ২৫/২৬জন নেতাকর্মী সঙ্গে নিয়ে তারাইল গ্রামের কৃষক আব্দুল খালেকের ২৮শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছেন। কৃষক আব্দুল খালেক বলেন অর্থনৈতিক সমস্যার কারনে শ্রমিকের মজুরি এবার বাড়তি। অন্যদিকে চলছে দাবদাহ। আবার অন্য এলাকা থেকে এখনো শ্রমিক আসতে শুরু করেনি। ঝড়-বৃষ্টির আশঙ্কায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। যুবদলের নেতা কর্মীরা আমার জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। তাদের এমন কাজে আমি ভীষণ খুশি। আশা করি তারা আমার মতো অন্য কৃষকদের পাশে দাঁড়াবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি