1. admin@pressbd.online : admin :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়েটের ভিসি ও প্র-ভিসির অব্যাহতিতে, শিক্ষার্থীদের আনন্দ মিছিল যামিনীপাড়া জোন কমান্ডার কর্তৃক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর হস্তান্তর ‘মোরেলগঞ্জে বিএনপির ভীত নড়বড়ে করার চেষ্টা চলছে’ উত্তমপুরে তিনজনে মিলে একজনকে পিটিয়ে রক্তাক্ত জখম, অতঃপর থানায় মামলা খাগড়াছড়ির অপহৃত পাঁচ শিক্ষার্থী অপহরণের নয় দিনের মাথায় মুক্তি পেল দৈনিক আমার দেশ পএিকার সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ফুলপুরে যুবকদের উদ্যোগে স্বেচ্ছায় অবহেলিত কাঁচা রাস্তা সংস্কার  মাটিরাঙ্গা জোনের উদ্যােগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্টিত মাগুরা আর্মি ক্যাম্পের অভিযানে অস্ত্র‑মাদকসহ ৩ জন গ্রেফতার  কুয়েটের ভিসি ও প্র-ভিসিকে অব্যাহতি, শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

মাটিরাঙ্গায় বেগম রোকেয়া দিবস উদযা্পন 

  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ বার পাঠ করা হয়েছে
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ“নারী কন্যার সুরক্ষা করি,সহিংসতামুক্ত বিশ্ব গড়ি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর কর্মকর্তা ওবায়দুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী,মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা আইসিটি অফিসার রাজীব রায় চৌধুরী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা ইন্সট্রাক্টর আজগর হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো: হারুন,
মাটিরাঙ্গা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো মানিক মিয়া, সাধারন সম্পাদক আশরাফ উদ্দিন খন্দকার, সহ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,বেগম রোকেয়ার আদর্শ ও উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখবে এটাই সবার প্রত্যাশা জানিয়ে বক্তারা আরো বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলা একান্ত প্রয়োজন। তার এ উপলব্ধি ও আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। প্রধান অতিথির বক্তব্যে, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, বাঙালি সমাজের শৃঙ্খল ভেঙে নারীজাতির মধ্যে বেগম রোকেয়া ছড়িয়ে দেন শিক্ষার আলো। নানান চড়াই-উৎরাই পেরিয়ে নারী শিক্ষার আলোকবর্তিকা হয়ে বীরদর্পে সামনে আসেন। সমাজে নারীর প্রতি অবমাননা, বাল্যবিয়ে এবং বহুবিয়ে প্রথার বিরুদ্ধে বেগম রোকেয়ার কলম ছিল সদা সোচ্চার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি