1. admin@pressbd.online : admin :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
নোটিশ :
Welcome To Our Website...সারা দেশব্যাপী সংবাদ কর্মী নিয়োগ চলছে
শিরোনাম :
লামা উপজেলায় পর্যটন ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার রূপগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা তারাকান্দায় H.S.C পরীক্ষা শেষে অফিসে বসে ওএমআর শিট পূরণ করায় দুই শিক্ষককে আটক খাগড়াছড়িতে গণধর্ষণের ঘটনায় মামলা রুজুর ৬ ঘন্টার মধ্যে ৪ ধর্ষক গ্রেফতার দুই হাজার ইয়াবাসহ রোহিঙ্গা  নারী মাদক পাচারকারী গ্রেপ্তার লামায় যথাযোগ্য মর্যাদায় “শহীদ জুলাই দিবস” পালিত অসহায় কৃষ্ণ কান্ত বিশ্বাস পটিয়ার কাশিয়াইশে আদালতে নিষেধাজ্ঞা অমান্য প্রতিবন্ধির  জায়গা ভবন নির্মাণ  জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে- পার্বত্য উপদেষ্টা মাটিরাঙ্গায় জুলাই শহিদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত শার্শায় মরণোত্তর ভাতা পেল নিহত ৩১ শ্রমিক পরিবার

পটিয়ায় চুরি ছিনতাই মারামারি  বৃদ্ধি:: আন্তঃজেলা চোর  চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার শেয়ার হয়েছে

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:- গত দুই তিন মাসে চুরি ছিনতাই বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের তৎপরতা চোখের পড়ার মতন। এছাড়াও প্রতিদিন পটিয়া উপজেলা পৌরসভা জায়গা জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মারামারি অহরহ ঘটনা ঘটে চলছে। পুলিশ এসব নিয়ন্ত্রণ আনতে বার বার চেষ্টা করলেও সুফল মিলছে না। মানুষের স্বাভাবিক জীবন নিয়ে চলাফেরা করতে পারছে না একাধিক ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়। এছাড়াও পটিয়া থানা পুলিশের অভিযানে আন্তঃ জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চোরাই স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। বেশ কয়েকদিন থেকে সিএনজি চুরি ঘটনা ঘটছে। গ্রেপ্তারকৃত আন্তঃ জেলা চোর চক্রের সদস্য কুসুমপুরা ইউনিয়নের মইল্যা পুটির বাড়ীর নুরুল আবছারের পুত্র নুরুল হাকিম শুভ (২৬), একই ইউনিয়নের ইব্রাহিম সও,: বাড়ীর হাসান আলীর পুত্র রিয়াজুর রহমান নিক্সন (২৮) ও একই ইউনিয়নের নুরু মেম্বারের বাড়ীর গোলাম কাদেরের পুত্র এরশাদ হোসেন (২১)। একটি স্বর্ণের হার, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, ৪টি স্মার্ট ফোন, একটি বাটন ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গত রবিবার রাত ১টার দিকে পটিয়া থানাধীন কোলাগাঁও ইউনিয়নের চাপড়ী এলাকার দুবাই প্রবাসী মোহাম্মদ হেলালের বসতঘর হতে ৬ লক্ষ টাকার স্বর্ণ, নগদ দেড় লক্ষ টাকা, দুবাইয়ের ৫ হাজার দেরহামসহ ৩টি স্মার্ট ফোন চুরি হয়। ঐ রাতে ঐ এলাকার নুর আহম্মদের (৫৯) বাড়ী হতে ৪ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের স্বর্ণ, নগদ ১০ হাজার টাকা, ২টি স্মার্ট ফোন ও ১ টি মোবাইল ফোন চুরি হয়। এই চুরির ঘটনায় প্রবাসী হেলাল সোমবার রাতে থানায় একটি এজাহার দায়ের করলে এজাহারের প্রেক্ষিতে পটিয়ায় থানায় একটি মামলা রুজু হয় । পটিয়া থানা পুলিশের একটি চৌকস টিম সোমবার দিবাগত রাতে পটিয়া থানার ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নূরের নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ আব্দুল বাতেনসহ পটিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলা রুজুর ২ ঘন্টার মধ্যে চুরি মামলার মূল রহস্য উদঘাটনপূর্বক ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা সবাই আন্তঃ জেলা চোর চক্রের সদস্য। এ সময় তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। পটিয়া থানার ওসি আবু জায়েদ নাজমুন নুর জানান,গ্রেপ্তারকৃত তিনজন চিহ্নিত আন্তঃ জেলা চোর চক্রের সদস্য। তাছাড়া পটিয়ার চারিদিকে মাদক ইয়াবা ব্যাবসা জমজমাট চলছে। এর পাশাপাশি জায়গা জমি দখল বেদখল ঘটনা ঘটে চলছে। এসব অপকর্মে হোতাদের আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি