পটিয়া চট্টগ্রাম থেকে সেলিম চৌধুরী:-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর সম্মানীয় উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম ১৬ জুলাই বিকাল ৩ টার সময় চট্টগ্রাম মেট্রো চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় মারছা বাসে অভিযানে চালিয়ে পারভীন আক্তার (২৫) কে ২,১৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে মামলা দায়ের করা হয়। পারভীন আক্তার (২৫)(গ্রেফতার), পিত: নুরুল হক, মাতা: দ্বীল নেওয়াজ, স্বামী: জায়নুল আবেদীন, সাং: বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, ক্যাম্প নং – ৬, ব্লক বি-৩, রোম নং- ১৬৯৬৯, হেড মাঝিঃ জকরিয়া, সাইড মাঝি: নূর হোসেন, থানা: উখিয়া, জেলা: কক্সবাজার বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply