ত্রাণ সহায়তা নিয়ে ফিলিস্তিনের গাজা অভিমুখে থাকা একটি জাহাজে ড্রোন দিয়ে বোমা হামলা চালানো হয়েছে। শুক্রবার (২ মে) ভোরে মাল্টা উপকূলে আন্তর্জাতিক জলসীমায় এ হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
মাল্টা সরকারের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামলায় জাহাজটি বিকল হয়ে গেছে। জাহাজটি মাল্টার আঞ্চলিক সীমানার বাইরে অবস্থান করছিল এবং এতে ১২ জন ক্রু ও চারজন বেসামরিক নাগরিক ছিলেন। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।
Leave a Reply