1. admin@pressbd.online : admin :
রবিবার, ১১ মে ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় সিমেন্ট বোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কা  আহত- ২ মাটিরাঙ্গায় কুরআনের হাফেজ হওয়ার স্বপ্ন নিয়ে ছবক নিল ১০ শিক্ষার্থী লক্ষীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক আ.লীগ কার্যক্রমে নিষেধাজ্ঞা, শার্শায় জামায়াতের শোকরানা মিছিল ও সভা বেনাপোল-পেট্রাপোল বন্দরে বন্ধ  আমদানি-রপ্তানি বেনাপোলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পটিয়ার দক্ষিণ গোবিন্দর খীলে  ১৬ মে খাজা গরীব নেওয়াজ(রহ:)  ফাতিহা ও মিলাদ মাহফিল পটিয়ায় পৌর কতৃপক্ষের আদেশ অমান্য করে ভবন নির্মাণ, বিল্ডিং কোড অমান্য  সুন্দরবনের নতুন হুমকি: বনদস্যু নয়, এখন মহাজন?

দক্ষিণডিহিতে রবীন্দ্র-জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন

  • প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৯ বার শেয়ার হয়েছে

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ– বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন বৃহস্পতিবার (৮ মে ২০২৫ খ্রিঃ) দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টি ও কর্মের মাধ্যমে কেবল বাংলাদেশ নয়, সারাবিশ্ব আলোকিত হয়েছে। তিনি জীবনকে গভীরভাবে উপলব্ধি করেছেন, যা তাঁর সাহিত্যে প্রতিফলিত হয়েছে। তিনি বৈষম্যমুক্ত সমাজ বা সামাজিক সমতা চেয়েছিলেন। জমিদার ভাবনা থেকে বের হয়ে এসে তিনি মানুষের কবি হয়েছেন। তিনি বাংলা সাহিত্যকে বিশ্বঅঙ্গণে নিয়ে গিয়েছেন। তাঁর লেখা গীতাঞ্জলী বাংলা সাহিত্যকে বিশ্বের কাছে নতুন ভাবে তুলে ধরেছে। তিনি একাধারে কবি, সাহিত্যিক ও দার্শনিক। তাঁর সৃষ্টি মানুষের মাঝে মানবতাবোধ জাগ্রত করে। রবীন্দ্রনাথ সব সময়ই প্রাসঙ্গিক। তাঁর সৃজনশীল চেতনা ও দৃষ্টিভঙ্গিকে ধারণ করতে পারলে বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা সহজ হবে। খুলনার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ বিষয়ে মুখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. দুলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মোঃ রেজাউল হক এবং সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেখ মো: হুমায়ুন কবীর। স্বাগত বক্তৃতা করেন ফুলতলার উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। উল্লেখ, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী ও লোকজ মেলা উপলক্ষ্যে ৮ থেকে ১০ মে-২০২৫ খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা ও লোকজ মেলার আয়োজন করা হয়েছে। তিনদিনের প্রতিদিন বিকেল সাড়ে চারটায় আলোচনা সভা এবং সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৭ বৈশাখ (১০ মে) বিকেল সাড়ে চারটায় তিন দিনব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি